বাংলাদেশ এ দলেও সুপার ফ্লপ সৌম্য সরকার


চার দিনের তৃতীয় ম্যাচে খেলতে নেমে মঙ্গলবার প্রথম ইনিংসেই ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। এর আগে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় চার দিনের ম্যাচে ৩০ রানে অপরাজিত থাকা সৌম্য সরকার এদিন ফিরেছেন মাত্র ১৪ রানে।

এ’ দলের নেতৃত্বে দেয়া জাতীয় দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ফিরেছেন মাত্র ৩ রানে। শুধু এ চার দিনের ম্যাচেই নয়, জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচেও নামের সঙ্গে সুবিচার করতে পারেননি সৌম্য সরকার।

জাতীয় দলের হয়ে সর্বশেষ ছয় ওয়ানডেতে সৌম্যর ব্যাট থেকে এসেছে মাত্র (০, ২৮, ৩, ৩, ০ ও ৮) মোট ৪২ রান। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফর্মেটেও সৌম্যর পারফরম্যন্স নিম্নমুখী।জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলা আট ম্যাচে (০, ১৪, ২৪, ১, ১০, ১, ৩ ও ১৫) ৬৮ রান। জাতীয় দল এখন যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলছে।

আর সর্বশেষ অ্যান্টিগা টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানের লজ্জায় পড়েছে। সেহেতু জাতীয় দলে পরিবর্তনের ব্যাপারে গুঞ্জন ওঠা স্বাভাবিক।