চারটি টুর্নামেন্টে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

রাশিয়া বিশ্বকাপে অন্যান্য দলের তুলনায় আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে সবার আশা একটু বেশিই ছিল। কিন্তু দুই দলই হতাশ করলেন ভক্তদের। মেসির হাতে বিশ্বকাপ দেখার স্বাদ নিয়েই রাশিয়ায় পা রেখেছিল দলটি। তারকা খচিত দল ব্রাজিলের প্রতিও কম ভরসা ছিল না।

মেসিরা একের পর এক ব্যর্থতায় বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই। অন্যদিকে আশা জিয়ে রেখেছিল নেইমাররা। তবে প্রি-কোয়ার্টারে দুরন্ত বেলজিয়ামের কাছে হেরে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাতে ইন্দ্রপতন হয় হট ফেভারিটদের।

রাশিয়া দু’দল মুখোমুখি না হলেও। দুই দলের ভক্তদের মধ্যে চলছে শীতল যুদ্ধ। শীতল যুদ্ধ বললে ভুল হবে। বলা যায় মারাত্নক আকারেই ধারণ করছে। এবার ভক্তদের হতাশ নয়। দু‘দলের সাথে আবার দেখা হচ্ছে।

তাই বলা যায়, রাশিয়াতে ব্যর্থ হলেও আগামী ৪ বছরে আরো চারটি টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে দল দুটি। এরমধ্যে দুটি কোপা আমেরিকা, একটি কনফেডারেশন কাপ ও একটি বিশ্বকাপ। আর এতে ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা!

২০১৯ সালে ব্রাজিলের অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। আর কোপা-আমেরিকা দিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ভুলার সুযোগ পাবে দল দুটি।

২০২০ সালে আবারো বসবে কোপা আমেরিকার আসর। কারণ, ২০২০ সালে ইউরোপে বসবে ইউরো। আর দুটি টুর্নামেন্টই একই বছরে আয়োজনের লক্ষ্যেই ২০২০ সালেও কোপা আমেরিকার আসর বসবে। এই আসরটি বসবে যুক্তরাষ্ট্রে।

২০২১ সালে অনুষ্ঠিত হবে কনফেডারেশন কাপ। যদিও এই কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে কিনা বা সেখানে নতুন কোন ট্রুনামেন্ট হবে কিনা সেটা নিয়ে চলছে আলোচনা। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোন ঘোষণা না আসায় কনফেডারেশন কাপই অনুষ্ঠিত হতে পারে। তবে শেষ মুহুর্তে অন্য কোন টুর্নামেন্ট হলেও হতে পারে।টুর্নামেন্টটি হবে কাতারে।