এবার প্রকাশ্যে হস্তমৈথুন- চলন্ত বাসের পর এবার ভরা স্টেশন ৷ আবার প্রকাশ্য হস্তমৈথুনের ঘটনা ঘটল এ রাজ্যে ৷ কয়েকদিন আগেই কলকাতার বাসে বসে এক ব্যক্তির হস্তমৈথুন করার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর তা নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। পুলিশ গ্রেফতারও করেছিল সেই ব্যক্তিকে। এই একই ঘটনার ছায়া এবার ব্যান্ডেল রেলস্টেশনে।
হাওড়াগামী ব্যান্ডেল লোকাল স্টেশন ছাড়ার আগেই দৃশ্যটি চোখে পড়েছিল তরুণীর। সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ফেসবুকে লাইভ করতে থাকেন। মহিলা কামরার সামনেই হস্তমৈথুন করছিলেন সেই ব্যক্তি।
রবিবার দুপুর একটা পনেরোর হাওড়া–ব্যান্ডেল লোকালের সামনে ঘটে ঘটনাটি। ট্রেলের মহিলা কামরার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। রবিবার খুব বেশি যাত্রীও ছিলেন না ট্রেনে। তরুণী ফাঁকা কামরাতেই বসেছিলেন। তখনই অই ব্যক্তি মহিলা কামরার সামনে এসে দাঁড়ান। এবং প্রকাশ্যে হস্তমৈথুন করতে শুরু করে দেন।
এবার প্রকাশ্যে হস্তমৈথুন রেলস্টেশনে, ফেসবুক লাইভ করলেন তরুণী
ভিডিওটি দেখে পুলিশের অনুমান ৫০ বছরের কাছাকাছি বয়স ওই ব্যক্তির। প্রথমে মহিলা কামরায় থাকা যাত্রীরা কোনও রকম আপত্তি জানাননি। বছর কুড়ির এক তরুণীই প্রতিবাদী হয়ে ব্যাগ থেকে নিজের মোবাইল বের করে ফেসবুকে লাইভ করতে শুরু করেন।
তিনি জানিয়েছেন, যে এখন প্রমাণ ছাড়া কোনও ঘটনা বিশ্বাস করেন না ৷ আর সেই কারণেই তিনি এই ঘটনাটি ফেসবুকে লাইভ করতে শুরু করেন ৷ এরপরই মহিলা কামরা থেকে নেমে জিআরপির কাছে ওই ব্যক্তিকে নিয়ে অভিযোগ জানানো হয় ৷
এবার প্রকাশ্যে হস্তমৈথুন রেলস্টেশনে, ফেসবুক লাইভ করলেন তরুণী
অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে ধরতে গেলেই চম্পট দেন ওই ব্যক্তি ৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি ওই ব্যক্তিকে ৷ ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ৷ আর তারপর থেকেই সোচ্চার হয়েছে সাধারণ মানুষ ৷
দিনকয়েক আগেই চলন্ত বাসে তরুণীদের লক্ষ্য করে হস্তমৈথুন শুরু করেছিল এক মধ্যবয়স্ক ব্যক্তি। সেবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই ঘটনা সকলের সামনে তুলে আনেন দুই তরুণী। ভাইরাল হয় ভিডিও। গোটা রাজ্যেই রীতিমতো প্রতিবাদের ঝড় ওঠে। পরে ওই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ।