বর্ষার পোশাক

বর্ষার আকাশ কখনো ধূসর নীল, কখনো উজ্জ্বল নীল। প্রকৃতিতে থাকে সবুজের প্রাধান্য। সবুজ আর নীল এই দুই রং মিলে তৈরি করে বিশেষ আমেজ।

পোশাকের কাপড়

বর্ষায় জর্জেট, সিল্ক, হাফ সিল্ক, সিনথেটিক বা লিনেনের তৈরি কাপড়ের পোশাক পরা ভালো। এমনিতে সুতি তো সব সময়ই আরামদায়ক পোশাক। তবে সুতি কাপড় বৃষ্টিতে ভিজলে শুকাতে বেশ সময় লাগে। আবার অনেকে চান গর্জিয়াস লুক। তাই সুতির পরিবর্তে হাফ সিল্কের পোশাক ব্যবহার করা যেতে পারে। ডিজাইনাররা শাড়ি, সালোয়ার-কামিজসহ সব ধরনের পোশাকেই ইদানীং হাফ সিল্ক ব্যবহার করছেন। সিনথেটিক, লিনেন, সিল্ক বা জর্জেট পানিতে ভিজলেও শুকায় দ্রুত।