কলকাতা পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ

গেল শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতায় নেতাজী ইনডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়ে রোববার শেষ হয়েছে তিন দিনব্যাপী ৩০তম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম (টিটিএফ) মেলা।

কলকাতার সবচেয়ে বড় মাপের পর্যটন মেলা হিসেবে ধরা হয় এটিকে। সেখানে নজর কেড়েছে বাংলাদেশ। কান্তজি মন্দিরের আদলে তৈরি করা বাংলাদেশের স্টলে দেশের বিভিন্ন পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দেশের নানা ভ্রমণসেবা ও দর্শনীয় স্থান তুলে ধরেন।

এবারের মেলায় ভারতের ২৮ রাজ্যের অংশগ্রহণ ছাড়াও আন্তর্জাতিক এই আয়োজনে বিশ্বের ১৩টি দেশ অংশ নিয়েছিল। প্রতিবারের মতো বাংলাদেশও এবারও অন্যতম অংশগ্রহণকারী দেশ।

কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে পাশে নিয়ে শুক্রবার সকালে বাংলাদেশের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিখিল রঞ্জন রায়।

আন্তর্জাতিক এ মেলা এবার ৩০তম আয়োজন বলে জানা গেছে। গুজরাট, উত্তরাখণ্ড, বিহার, কর্ণাটকসহ পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটনবিষয়ক ছোট-বড় মোট ৪৩০টি সংস্থা স্টল নিয়ে বসেছিল।

বাংলাদেশ ছাড়াও মেলায় নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, সিঙ্গাপুর, মিয়ানমার, ভিয়েতনামের স্টলও নেতাজি ইনডোরের এই আয়োজনে লক্ষ্য করা গেছে।