বিশ্বকাপে ব্রাজিলই একমাত্র দল যারা বিশ্বকাপের ২১টি আসরে খেলেছে। ২১ আসরে সর্বোচ্চ ১১টি সেমিফাইনালও খেলেছে তারা।
রেকর্ড পাঁচবার জিতেছে বিশ্বকাপের মুকুট। ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার পেলে একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ। তারই উত্তরসূরী হিসেবে দুঙ্গা, রোনালদো, রিভালদোরা পেয়েছেন বিশ্বকাপ। ২০০২ সালের পর ব্রাজিলের ঘরে যায়নি বিশ্বকাপের সোনালি ট্রফি।
শেষ বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও এবার কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে সেলেসাওরা। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন বারবার ভেঙে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন অনেকেই। অনেকেই বলেছেন, ব্রাজিলের হেক্সা মিশন আর কখনোই সম্ভব না!
সমালোচকরা সমালোচনা করলেও বিশ্বকাপ জয়ের নায়করা ঠিকই স্বপ্ন দেখাচ্ছেন তরুণদের। কিংবদন্তি পেলে লিখেছেন,‘হতাশ হওয়ার কিছু নেই। জীবনের প্রতিটি যাত্রায় তোমাদের স্বপ্ন পূরণ হবে না। কিন্তু প্রতিটি যাত্রা তোমাকে অভিজ্ঞতা শেখাবে। যেটা হয়েছে সেটা ভুলে সামনে এগিয়ে যাও।’
কিংবদন্তি পেলের সুরে সুর মিলিয়েছেন রিভালদো। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রিভালদো লিখেছেন,‘ঠিক এই মুহূর্তে ওদের মনের অবস্থা কি তা বুঝতে পারছি। ওরা খুব বিমর্ষ হয়ে আছে। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। এগিয়ে যেতে হবে। এবং শক্ত হয়ে ফিরে আসতে হবে। এখন তোমাদের উচিত মাথা তুলে দাঁড়ানো এবং ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে চিন্তা করা। ’
‘বিশ্বকাপ শুরুই হয় কোয়ার্টার ফাইনাল থেকে। এটা অন্যান্য টুর্নামেন্টের মতো নয়। এখানে ভুল করলে সেটা কাটিয়ে উঠা কঠিন। হ্যাঁ এটা ফুটবলের একটা অংশ। কিন্তু ৩২ দল যখন একসঙ্গে জিততে মাঠে নামে তখন কাজটা কঠিন। তাই এবার ব্রাজিল ওই লড়াইয়ে নেই।’- যোগ করেন রিভালদো।
নেইমার, কুতিনহো, জেসুস, মার্সেলোদের অনুপ্রাণিত করতে এগিয়ে এসেছেন দুই নায়ক। তারাই ব্রাজিলকে জিতিয়েছিলেন শিরোপা। তাদের বিশ্বাস নেইমাররা আবারও ফিরিয়ে আনবে স্বর্ণালী সেই দিন।