১০ কোটির ‘অপরাধী’!

কোনও এক আড্ডায় বন্ধুদের ‘অপরাধী’ গানটি গেয়ে শোনান। কিন্তু আড্ডার এই গান যে দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে তা হয়তো ভাবতেও পারেননি ‘অপরাধী’ গানের শিল্পী আরমান আলিফ। গানটি রীতিমত ইউটিউবে ঝড় তুলছে। এ পর্যন্ত ১০ কোটিরও বেশি মানুষ দেখেছে গানটি।

চলতি বছরের ২৬ এপ্রিল ‘ইগল মিউজিক স্টেশন’ ইউটিউবে ‘অপরাধী’ গানটি প্রকাশ করে। এরপর মাত্র এক মাসের মধ্যেই ৫ কোটি ভিউ অর্জন করে আন্তর্জাতিক গানের সঙ্গে পাল্লা দেয়। বিশ্বের ১০০ টি গানের মধ্যে ৬০-এ অবস্থান করে গানটি।

শুধু ইউটিউবে দেখেই ক্ষান্ত হয়নি দর্শক। রীতিমত গানটি নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন অনেকে। তাঁর মধ্যে একজন টুম্পা খান। তিনি অ্যাকুস্টিক গিটারে গানটি গাইলে দ্রুত বিস্তার লাভ করে। এরপর বেশ কয়েকটি উঠতি ব্যান্ড গানটি নিয়ে চর্চা করে। এমনকি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরাও ‘অপরাধী’র সঙ্গে কণ্ঠ মেলান।

দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়ে ‘অপরাধী’। ভারতের বিভিন্ন জায়গায় গানটি নিয়ে চর্চা হচ্ছে। যা বাংলা সংগীতের ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে।

‘অপরাধী’ গানটি গাওয়ার পাশপাশি লেখা, সুরও করেছেন আরমান আলিফ। গানটির সংগীতায়োজনে ছিলেন অংকুর মাহমুদ। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ‘ঈগল মিউজিক স্টেশন’।