বিশেষ প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ঠাকুরপুর গ্রামের দীন মোহাম্মদের ছেলে ঠাকুরপুর সীমান্তের বিজিবির কথিত সোর্স কুদ্দস দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে।কুদ্দস সীমান্তে নিজেকে বিজিবির সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে।ঠাকুরপুর সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরে বিজিবির শত বাধা নিষেধ উপেক্ষা করে ভারতীয় গরু অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবির এ বিষয়ে সীমান্তে কঠোর নজরদারী রাখার চেষ্টার কারনে অনেক সময় কিছু গরু ধরাও পড়েছে।গোপন সুত্রে জানা গেছে সর্ষের মধ্য ভূত খ্যাত বিজিবির কথিত সোর্স কুদ্দুসের গোপন লেনদেনের মাধ্যমে আসছে এসব গরু।এ সংক্রান্ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে কুদ্দুস দম্ভোক্তি করে বলে বেরাচ্ছে পত্রিকায় লিখে লাভ নেই সব আমার ম্যানেজ করা।সাংবাদিকদের লিখতে লিখতে হাত ব্যাথা হবে তবুও আমার কিছু হবেনা।সচেতন মহল মন্তব্য করে বলেন বিএনপি করা এই কুদ্দস বর্তমান আ:লীগ সরকারের আমলে কিভাবে বীরদর্পে এসব অপকর্ম করছে। তার পিছনে মদদদাতা কারা।কারা তার কাছে মোটা অঙ্কের মাসোহারা খেয়ে তার বিরুদ্ধে টু শব্দটিও করছেনা।এলাকার ছোট বড় সকলে জানে কুদ্দস একজন মাদকসেবী। সে গাঁজা,তাড়ি,মদ পান করে।সচেতন মহল মন্তব্য করে আরো বলেন শরীরে যখন ঘা হয় তখন যেমন এন্টিবায়োটিক না দিলে উপরে মলমে কাজ করেনা তেমনি সীমান্তে এসব রাঘব বোয়ালদের রেখে চুনোপুটিদের পিছে লেগে সীমান্তে চোরাকারবারী বন্ধ হবেনা।কুদ্দস আইনের আওতায় আসলেই কমে যাবে সীমান্তে চোরাকারবারী।এ সময় বিশিষ্ট জনেরা মন্তব্য করে বলেন প্রবাদে আছে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। কুদ্দসের ক্ষেত্রেও এ প্রবাদটি পুরোপুরি কার্যকর হওয়া উচিৎ।গোপন সুত্রে আরো জানা গেছে কুদ্দুসের নামে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হওয়ায় সে সাংবাদিকদের এক হাত দেখে নেওয়ার হুমকি দিয়েছে। তাহলে কি এ বিজিবির কথিত সোর্স কুদ্দুসের অপকর্ম তুলে ধরা যাবেনা?কুদ্দসের বিরুদ্ধে গভীর তদন্ত করলে ও তার মোবাইলের কললিষ্ট বের করলেই বেরিয়ে আসবে আসল রহস্য।কুদ্দস এলাকায় চিহ্নিত একজন মাদকসেবী হিসাবে পরিচিত।জানা গেছে কুদ্দসের আপন শ্যালক নজির ভুতুর ছেলে তারিক ও আসমাউল মাদক দ্রব্য সহ পুলিশ ধরে চালান দেয়। কার মদদে করে তারা এ মাদকের কারবার তা সকলে জানে।কুদ্দসকে ধরে আইনের আওতায় আনলেই বেরিয়ে আসবে সব গোপন তথ্য সীমান্তে বন্ধ হবে গরু চোরাকারবারী।কুদ্দসকে সহ এসব চোরাকারবারীদের আইনের আওতায় আনতে চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।
- প্রচ্ছদ
- »
- গ্রাম বাংলা
- »
- ফলোআপ:কুড়ুলগাছি ঠাকুরপুর সীমান্তের বিজিবির কথিত সোর্স কুদ্দুসের দম্ভোক্তি:পত্রিকায় লিখে লাভ নেই সব আমার ম্যানেজ করা