স্টাফ রিপোর্টার : পরিবেশ রক্ষার্থে ও নিজেদের দুর্ভোগ লাঘবে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় (তথ্য অফিস গলি) স্বেচ্ছায় পৌরসভার ড্রেন পরিষ্কার করেছেন নাগরিকরা।
কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ওইসব ড্রেন পরিষ্কার না করানোয় ময়লা উপচে বাসাবাড়িতে নোংরা পানি ঢুকে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। সরেজমিনে ঘুরে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।
ময়লা আবর্জনা আর নোংরা পানিতে এলাকায় বসবাস করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে পড়লে নাগরিকরা শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত স্বেচ্ছায় ড্রেন পরিষ্কার করেন।
ড্রেন পরিষ্কার করতে এসে আইনজীবী দুইভাই মো. রফিকুল ইসলাম ভূঁইয়া অসরু ও মো. মাহবুব ইসলাম ভূঁইয়া খসরু জানান, অর্ধশতাধিক পরিবারের বসবাস এ গলিতে। সেই হিসেবে অন্তত প্রায় পাঁচশো মানুষ প্রতিদিন এ দুর্ভোগ সহ্য করেন।
দরজাজানালা বন্ধ করেও ঘরে থাকা যায়না ড্রেনের ময়লা আবর্জনার দুর্গন্ধে! পরিবেশ নষ্ট হচ্ছে, প্রত্যেকে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। একে তো অপ্রশস্ত ও অগভীর ড্রেন তারপর বছর সময় ধরে পরিষ্কার করা হয়না, দাবি আইনজীবীদের।
বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষকের হস্তক্ষেপ চাইলেও বারংবার ব্যর্থ হয়েছেন এলাকাবাসী। সম্মুখে ড্রেন পরিষ্কার করানোর আশ্বাস দিলেও পরবর্তীতে কোনো ধরণের পদক্ষেপ নেননি কর্তৃপক্ষ! এমনই বলেছেন
এলাকাবাসী গাজী তোবারক হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান বাবুল সরকার ও বকুল সরকার।
নিজের বাপদাদার ভিটেমাটি ছেড়ে তো আর যাওয়া যাবে না তাই পরিস্থিতি মোকাবেলা (ড্রেন পরিষ্কার) করে থাকতে হবে ; ড্রেন পরিষ্কারকালে মন্তব্য করেন তারা।
স্বেচ্ছায় ড্রেন পরিষ্কার করেছেন প্রবীণ আইনজীবী মো. নুরুল ইসলাম ভূঁইয়া ও মো. নাসীর উদ্দিন। ক্ষোভ ঢেলে তারা বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক হয়ে জীবনের শেষ প্রান্তে এসে আজ ড্রেন পরিষ্কার করতে হচ্ছে, কলম রেখে হাতে নিয়েছি কোদাল! এরচেয়ে সৌভাগ্য আর কি হতে পারে?’