কুড়ুলগাছি ঠাকুরপুর সীমান্তের বিজিবির কথিত সোর্স কুদ্দুস বেপরোয়া: বিজিবি পরিচালকের হস্তক্ষেপ কামনা

বিশেষ প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ঠাকুরপুর গ্রামের দীন মোহাম্মদের ছেলে ঠাকুরপুর সীমান্তের বিজিবির কথিত সোর্স কুদ্দস দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে।কুদ্দস সীমান্তে নিজেকে বিজিবির সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে।ঠাকুরপুর সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরে বিজিবির শত বাধা নিষেধ উপেক্ষা করে ভারতীয় গরু অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবির এ বিষয়ে সীমান্তে কঠোর নজরদারী রাখার চেষ্টার কারনে অনেক সময় কিছু গরু ধরাও পড়েছে।গোপন সুত্রে জানা গেছে সর্ষের মধ্য ভূত খ্যাত বিজিবির কথিত সোর্স কুদ্দুসের গোপন লেনদেনের মাধ্যমে আসছে এসব গরু।কুদ্দুসের বিরুদ্ধে গভীর তদন্ত করলে ও তার মোবাইলের কললিষ্ট বের করলেই বেরিয়ে আসবে আসল রহস্য।কুদ্দস এলাকায় চিহ্নিত একজন মাদকসেবী হিসাবে পরিচিত।জানা গেছে কুদ্দুসের গোপন মদদে ঠাকুরপুর পীরপুরকুল্লার প্রায় ১০/১৫ জনের ভারতীয় গরু চোরাকারবারী এসব গরু অবৈধপথে রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ করায়। কুদ্দসকে ধরে আইনের আওতায় আনলেই বেরিয়ে আসবে সব গোপন তথ্য সীমান্তে বন্ধ হবে গরু চোরাকারবারী।কুদ্দসকে সহ এসব চোরাকারবারীদের আইনের আওতায় আনতে চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।