মেসিকে এবার এক বিরাট বড় সুখবর দিলেন বার্সা!

নতুন মৌসুম শুরু হতে খুব একটা দেরি নেই। আন্দ্রেস ইনিয়েস্তা বিদায় নেয়ায় অধিনায়কত্বের পদটি শূন্য বার্সেলোনার। ফলে নতুন মৌসুম শুরু হওয়ার আগে অধিনায়কের শূন্য জায়গা পূরণ করতে চায় কাতালান ক্লাবটি। অবশেষে ঘোষণা আসলো, বার্সেলোনার আগামী মৌসুমের অধিনায়কের আর্মব্যান্ড থাকবে মেসির হাতে।

গত মৌসুমে বার্সেলোনার অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ওই মৌসুমেই বার্সেলোনার দ্বিতীয় অধিনায়ক ছিলেন মেসি এবং এদের দু’জনের অবর্তমানে বার্সেলোনার তৃতীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সার্জিও বুসকেটস।

একদিকে মৌসুম শেষ। অন্যদিকে ইনিয়েস্তার বিদায়। তাই এমন সিদ্ধান্ত নেয় বার্সা কর্তৃপক্ষ। আগামী মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার হয়ে অধিনায়ক হিসেবেই প্রত্যেকটি ম্যাচে দেখা যাবে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে। বার্সেলোনায় ১৪টি মৌসুম কাটিয়েছেন মেসি। এই সময়ে কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তাকে অধিনায়ক হিসেবে পেয়েছেন বার্সেলোনার সর্বকালের সেরা এই ফুটবলার।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ থেকে বার্সেলোনায় নাম লেখান মেসি। ক্লাবটির যুব দলের হয়ে বিভিন্ন ধাপে নৈপুণ্য দেখানো এই খেলোয়াড়ের মূল দলে অভিষেক হয় মাত্র ১৬ বছর বয়সে পোর্তোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। পরের বছরই মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার শীর্ষ দলের হয়ে মেসি নিজের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন এস্পানিওলের বিপক্ষে। অল্প দিনের ব্যবধানেই কাম্প নউয়ে আলবাসেতের জালে বল জড়িয়ে গোলের খাতা খুলেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

বাকিটা ইতিহাস। ক্লাব ফুটবলে মেসি গড়েছেন নতুন সব রেকর্ড। গোল, শিরোপা, রেকর্ড, দলীয় ও ব্যক্তিগত অর্জনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে। ৩১ বছর বয়সী এই খেলোয়াড় বার্সেলোনার হয়ে এখন খেলছেন নিজের পঞ্চদশ মৌসুম।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের ২১তম আসরে দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনা বিদায় নেয়ায় বর্তমানে বার্সেলোনায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন এল এম টেন।