মাছ ধরতে গিয়ে সাপের সঙ্গে লড়াই, অতঃপর করুন পরিণতি!

চলছে বর্ষাকাল চারদিকে পানি।নদী,খাল বিল পানিতে টই টম্বুর। বর্ষাকালে চারদিকে পানির জন্য সপারে বসবাসের সমস্যা হয় । তারা থাকতে চায় শুকনো জায়গায় তার ফলে চলে আসে মানুষের বসতবাড়িতে।

তবে এবার মাছ ধরতে গিয়ে প্রান হারালেন নীলফামারীর এক জেলে। জানা গেছে নীলফামারীর ডোমার উপজেলায় মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । গতকাল শুক্রবার (৬ জুলাই) রাতে ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শেওটগাড়ী গ্রামে এ নির্মম মুত্যুর ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শেওটগাড়ী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে ওমর ফারুক (৩৮) রাতে বাড়ির পার্শবর্তী চিড়া মাল্লির দোলায় মাছ ধরতে যায়। এ সময় তাকে একটি বিষধর সাপ ছোবল মারে। এ সময় বিষের যন্ত্রণায় কাতর ওমর ফারুক আহত অবস্থায় ওই সাপটির সঙ্গে এক প্রকার লড়াই করে মেরে ফেলে সাপটিকে। এরপর খোচায় গেঁথে সাপটিকে ফারুক তার বাড়িতে নিয়ে আসে।

ওমর ফারুক আহত অবস্থায় বাড়ি ফিরলে দেখা যায়, ক্রমেই তার শরীরের অবস্থা অবনতি শুরু হয়। এ ঘটনায় তখন বাড়ির লোকজন তাকে তৎখনাত জরুরি ভিক্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওমর ফারুক।এমন ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে সবার মাঝে।