পেনাল্টির মধ্য দিয়ে শেষ হলো ক্রোয়েশিয়া বনাম রাশিয়ার খেলা,জেনেনিন ফলাফল

ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয় রাউন্ডে স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে স্বাগতিক রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টারে উঠলো রাশানরা। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ক্রোয়েশিয়া।

ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয় রাউন্ডে স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে স্বাগতিক রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টারে উঠলো রাশানরা। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ক্রোয়েশিয়া।

এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী একাদশ গঠণ করেছে রাশিয়া এবং ক্রোয়েশিয়া দু’দেশই। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে রাশিয়া। ইউরি জিরকভের পরিবর্তে আজ একাদশে রাখা হচ্ছে ডেনিশ চেরিশেভকে। ৩ গোল দিয়ে ইতিমধ্যেই সবার নজর কেড়েছেন চেরিশেভ। রক্ষণভাগ শক্তিশালী রেখেই একাদশ সাজিয়েছেন স্তানিস্লাভ।

ম্যাচের স্কোরকার্ড- ১ ঘন্টা ২০ মিনিটের খেলা শেষে ম্যাচের ফলাফল রাশিয়া ২ ক্রোয়েশিয়া ২। ২-২ গোলের সমতা থাকায় এখন শুরু হয় পেনাল্টি। পেনাল্টিতে ৪-৩ গোলের ব্যাবানে জয় নিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। ডেনিস চেরিশভ ৩১ মিনিটে রাশিয়ার হয়ে ১ম গোলটি করেন।৩৮ মিনিটে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে ক্রোয়েশিয়া। বিরতি থেকে ফিরে আবারও গোল করে ২-১ গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ১ ঘন্টা ১৫ মিনিটের মাথায় গোল করে আবারও সমতা ফিরিয়ে আনে রাশিয়া।