বিশ্বে আরবদেশ গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেশ হচ্ছে সৌদি আরব। তারা বিশ্বের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরো বিখ্যাত। তানজানিয়ার জোড়া লাগা শিশুর চিকিৎসা এবং তাদের আলাদা করার যাবতীয় খরচ বহন করার দ্বায়িত্ব নিয়েছে সৌদি আরব।এর আগে দেশটির বাদশাহর নির্দেশে তানজানিয়ার সরকারের সঙ্গে সৌদি দূতাবাস যোগাযোগ করে ওই শিশুদের নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
ইতোমধ্যেই তানজানিয়ার ওই জমজ শিশুদের সৌদিতে নিয়ে আসা হয়েছে।তাদের সঙ্গে শিশুদের মাও সৌদি গেছেন।সৌদি প্রেস অ্যাজেন্সির খবরে বলা হয়েছে, জোড়া লাগা ওই শিশুদের সৌদি আরবের মুহাম্বিলি ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি আরবের এ ধরনের মানবিকতাকে স্বাগত জানিয়েছে তানজানিয়া। পরবর্তী সময়ে সৌদির এ ধরনের মানবিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছে দেশটি।