বিশ্বে প্রতি নিয়ত অবস্থাব আজব ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে দেয়।এমনি এক আজব ঘটনার সাক্ষী হলো জার্মানি।জানা গেছেঘটনাটি খুবই অদ্ভুত এবং দুর্ভাগ্যজনক। জার্মানির রসটক শহরে বৈদ্যুতিক তার থেকে একটি পাখির গায়ে লাগা আগুন থেকে ১৭ একর জমিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গত সোমবার বিকেলে রস্টকের এক উপকূলীয় শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, পাখির গায়ে আগুন ধরে গেলে ওটা একটি শুকনো ক্ষেতে পড়ে। আর ওই পাখির গায়ের আগুন ধরে যায় শুকনো ফসলে। বাতাসের কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আগুন এগোতে থাকে রাইখদাল এবং কোস্টেরবেকের আবাসিক এলাকার দিকে। পঞ্চাশ জন অগ্নিনির্বাপক কর্মী আর স্বেচ্ছাসেবকদের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের বিস্তৃতির কারণে ৭ হেক্টর জায়গা নষ্ট হয়ে গেছে। তবে কেউ দগ্ধ হয়নি। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। ৫০ জন অগ্নিনির্বাপক কর্মী-স্বেচ্ছাসেবক এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরজন্য একটি হেলিকপ্টারের সাহায্যও প্রয়োজন হয়।
অদ্ভুত ঘটনায় আগুন লাগার কাহিনি এটাই প্রথম নয়। এ বছরের মার্চেই ইতালিতে তিন মার্কিন শিক্ষার্থী পানি ছাড়া পাস্তা রানতে গিয়ে গোটা অ্যাপার্টমেন্টেই আগুন লাগিয়ে দেন।তবে ঘটনাটি অবাক করার মত ঘটনা।