হাতে ব্যাথা নিয়েও ইংল্যান্ডকে জয় এনে দেন পিকফোর্ড

সুইডেনের বিপক্ষে ২-০ গোলে জিতে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচটির শুরু থেকে শেষ অবধি গোলবার সুরক্ষার দায়িত্বভার ছিল জর্ডান পিকফোর্ডের কাঁধে। আর তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন তিনি।

সুইডেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটির মাঝপথে গোলরক্ষক হাতে ব্যাথা পান জর্ডান পিকফোর্ড। তারপরও সুরক্ষিত রাখেন নিজ দলের গোলবার। ম্যাচ জিতিয়ে দলকে সেমিতে উত্তীর্ণ করেন তিনি। এদিন ম্যাচশেষে দেখা যায়, হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে ইংলিশ গোলরক্ষকের।

তবে এতে চিন্তিত হওয়ার কিছুই নেই বলে সাফ জানিয়ে দেন পিকফোর্ড। ম্যাচ শেষে বলেছেন, ‘এদিন আমি প্রথমে মাটিতে ঘুষি মারি, পরে নিজের হাঁটুতেও ঘুষি দেই। এতে আমার বুড়ো আঙুল আঘাতপ্রাপ্ত হয়। তবে আমি মানুষ, ইঁদুর নই। আমি ঠিক আছি। এতে কোন সমস্যাই হবে না আমার।’

‘এই ভিন্নধর্মী ম্যাচ ছিল। তবে প্রতি ম্যাচেই আমরা টাইব্রেকারের ভাগ্যে যেতে চাই না। আমার কাজ হল গোল বাঁচানো এবং দলের সুরক্ষা নিশ্চিত করা। যতক্ষণ পর্যন্ত আমি সঠিক অবস্থানে আছি, গোল বাঁচাতে আমি আমার সেরা চেষ্টাই করি।’ যোগ করেন তিনি।