সায়ন্তিকার ওপর হামলার ঘটনায় অভিনেতা জয়ের জামিন

টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির ওপর হামলার ঘটনায় তার প্রাক্তন প্রেমিক অভিনেতা জয় মুখার্জি জামিন পেয়েছেন। গতকাল শনিবার তাকে আলিপুর আদালতে হাজির করা হয়। এরপর ৫০০ রুপির ব্যক্তিগত বন্ডে জামিন পান জয়।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার জিম থেকে ফিরছিলেন সায়ন্তিকা। পথে কলকাতার সাউদার্ন অ্যাভিনিউ ক্রসিংয়ের কাছে অভিনেত্রীর গাড়ি থামান জয়। তারপর অভিনেত্রীর নাম করে গালমন্দ করতে শুরু করেন। ঘটনার সময় এ অভিনেত্রীর গাড়িতে তার ভাই অমিত উপস্থিত ছিলেন। জয়কে আটকাতে গাড়ি থেকে বের হলে তাকেও হেনস্তা করেন জয়। এছাড়া জয় সায়ন্তিকার গাড়ির দরজার হ্যান্ডেলও ভেঙে দিয়েছেন বলে অভিযোগ।

তবে এ ঘটনায় সায়ন্তিকা শারীরিকভাবে কোনো আঘাত পাননি। পরবর্তী সময়ে এ অভিনেত্রীর বাবা টালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। জয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৭৯, ৩৪১, ৪০৯, ৪২৭, ৫০৬, ৫০৭ ও ৩২৩ ধারায় মামলা দায়ের হয় বলে জানা গেছে। পরবর্তী সময়ে এ অভিযোগের ভিত্তিতে শনিবার জয়কে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সময় এ অভিনেতা মদ্যপ ছিলেন কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

যদিও জয়ের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জয় ও সায়ন্তিকার মধ্যে বিবাদের মূল কারণ ২৫ লাখ রুপি। এ দুজন মিলে দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাট কিনার পরিকল্পনা করেন। এতে দুজনেরই ৩০ লাখ রুপি দেওয়ার কথা ছিল। কিন্তু সায়ন্তিকা মাত্র ৫ লাখ রুপি দেয়ার পর বাকি অর্থ দেননি।

নয় বছরের লিভ-ইন সম্পর্কে ছিলেন জয়-সায়ন্তিকা। এরপর তাদের ব্রেকআপ হয়। গুঞ্জন শোনা যায়, জয় সায়ন্তিকাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। যদিও জয়ের পরিবারের পক্ষ থেকে এসব অস্বীকার করা হয়েছে।