অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানে সম্ভাব্য একাদশ

ত্রিদেশীয় সিরিজ তুমি কার? পাকিস্তান নাকি অস্ট্রেলিয়ার! ফলাফল সুষ্পষ্টভাবে না বলা গেলেও পরিসংখ্যান বলছে, রোববার (৮ জুলাই) হারারাতে লড়াই হবে সেয়ানে সেয়ানে। কারণ চলতি সিরিজে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলে তিনটিতে জিতেছে দুই দল। তাই অনুমেয়, আজ হাড্ডা-হাড্ডি লড়াই হবে পাক-অস্ট্রেলিয়ার মাঝে।

এদিকে সিরিজে দুই দলের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। তারপরও টপ অর্ডার নিয়ে কিছুটা দুঃশিন্তায় দলটি। কারণ গোটা সিরিজে এখন পর্যন্ত কেউই ফখর জামানের উত্তম সঙ্গী হতে পারেনি। আর বিষয়টি বেশ ভাবাচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। এ নিয়ে ইতোমধ্যে পাকিস্তানের টিভি চ্যানেলকে অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন, আজ ফখর জামানের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তরুণ শাহেবজাদা ফারহানকে। যা হবে পিএসএল মাতানো ব্যাটসম্যানের অভিষিক্ত ম্যাচ।

সরফরাজ ও টিম ম্যানেজম্যান্ট চাচ্ছে ভিন্ন কিছু। পরিবর্তনই তাদের কাম্য। তারপরও ভারতীয় বেশ কয়েকটি স্পোর্টস পত্রিকার দাবি আজ ফখর জামানের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে হারিস সোহেলকে।

শুধু একাদশে পরিবর্তনই নয় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে পজিশনেও পরিবর্তন আনবে পাকিস্তান। তিনে অধিনায়ক সরফরাজ আহমেদের জায়গায় হুসাইন তালাতকে দেখা যাবে! আর শোয়েব মালিককে দেখা যাবে ফিনিসারের ভূমিকায়।

একনজরে দেখে নেয়া যাক কেমন হতে পারে পাকিস্তানের আজকের একাদশ

ফখর জামান, শাহেবজাদা ফারহান, হুসাইন তালাত, সরফরাজ আহমেদ (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলী, সাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, শাহীন আফ্রিদি।

প্রসঙ্গত, হারারের পিচটি বেশ স্পোর্টিং। দুই দলই ব্যাটিং-বোলিংয়ে বেশ সম্মৃদ্ধ। তাই ভালোই লড়াই দেখা যাবে। এছাড়া আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি সিক্স এইচডি ও পিটিভি স্পোর্টস।