আজ বেলজিয়ামের বিপক্ষে কে কে থাকছেন ব্রাজিল একাদশে?

এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বড় একটা বাধার মুখোমুখি হতে যাচ্ছে ফেভারিট ব্রাজিল। স্বর্ণালী প্রজন্ম নিয়ে বেলজিয়াম বিশ্বকাপে টিকে আছে বিপদজনক প্রতিপক্ষ হিসেবে। সেই বাধা পেরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আজ সেরা নৈপুণ্যটাই দেখাতে হবে ব্রাজিলকে। দেখা যাক কেমন হতে পারে আজ বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের একাদশ।

বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অবশ্য একটা বড়সড় দুঃসংবাদ শুনতে হয়েছে ব্রাজিলকে। ইনজুরির কারণে খেলতে পারবেন না দানিলো। অন্যদিকে খুশির সংবাদও আছে মার্সেলোকে ঘিরে। ইনজুরি কাটিয়ে আজ বেলজিয়ামের বিপক্ষে ফিরছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

দুই ম্যাচে হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে আজ বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন না ক্যাসেমিরো। আজ বেলজিয়াম বাধা পেরোতে পারলে সেমিফাইনালে আবার মাঠে নামতে পারবেন তিনি। ক্যাসেমিরোর জায়গায় প্রথম একাদশে দেখা যেতে পারে ফার্নান্দিনহোকে। ইনজুরির কারণে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে থাকতে না পারলেও আজ বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার মতো ফিট হয়েছেন ডগলাস কস্তা।

ব্রাজিল-বেলজিয়াম এর আগে খেলেছে চারটি ম্যাচ। ১৯৬৩ সালের প্রথম মুখোমুখি লড়াইয়ে জিতেছিল বেলজিয়াম। কিন্তু এরপর বাকি তিনটি ম্যাচই জিতেছে ব্রাজিল।

বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে একবারই। ২০০২ সালের শেষ ষোলোর ম্যাচে। সেবার বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল ব্রাজিল। শেষপর্যন্ত শিরোপাটাও জিতেছিল ব্রাজিল। এবার কী ফলাফল দাঁড়াবে- তা দেখার জন্য চোখ রাখতে হবে রাত ১২টায় শুরু হতে যাওয়া ব্রাজিল-বেলজিয়াম ম্যাচের দিকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, ফাগনার, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, ফার্নান্দিনহো, পাউলিনহো, কুতিনহো, উইলিয়ান, নেইমার ও জেসুস