সৌদিতে ভয়াবহ হামলায় ৩০ সেনা নিহত!!

ইয়েমেনের সেনাদের হাতে জুন মাসে সৌদি আরবের অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছে বলে খবরে প্রচার করা হয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের হামলার জবাবে ইয়েমেনি যোদ্ধারা হামলা চালালে এসব সেনা নিহত হয়।

সৌদি সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকজন কর্মীর বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর প্রচার করে।

এতে জানানো হয়, ইয়েমেনি সেনা ও তাদের মিত্র যোদ্ধারা জুন মাসে জিজান, নাজরান ও আসির প্রদেশে গুলি করে ৩০ জন সৌদি সেনাকে হত্যা করেছে। এসব হামলায় ৪৬ জন সেনা আহত হয়েছে। তবে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি দাবি করেছে- ইয়েমেনি সেনাদের সঙ্গে সংঘর্ষে ২৬ জন সেনা নিহত হয়েছে।

ইয়েমেনি সেনা ও হুথি যোদ্ধারা সৌদি সেনাদের একটি সমাবেশে কাতিউশা রকেট হামলা চালালে বহু ভাড়াটে নিহত হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর সৌদি আরব বর্বর বিমান হামলা চালিয়ে আসছে। কিন্তু যেসব লক্ষ্য নিয়ে এ আগ্রাসন শুরু করেছিল দেশ তারএকটিও অর্জন করতে পারেনি রিয়াদ।