দ্বিতীয় রাউন্ড শেষে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে কে?

দ্বিতীয় রাউন্ড শেষে- চলছে বিশ্বকাপের ২১ তম আসর। ইতোমধ্যে শেষ হয়েছে নকআউট পর্বের খেলা। প্রতিটি খেলোয়াড়ই লড়াই চালিয়ে যাবেন টুর্নামেন্টের সেরা গোলদাতা হওয়ার। টুর্নামেন্টে যে দল যতো সামনের দিকে এগোবে সেই দলের খেলোয়াড়দের ততো বেশি গোল করার সুযোগ থাকবে।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের মোট ৪৮টি ম্যাচ শেষে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। মোট ছয় গোল করেছেন তিনি। ইংল্যান্ডের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে দুটি গোল করেন কেন। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। পরে কলম্বিয়ার বিপক্ষে আরো ১ গোল করে পান কেন।

শুরুতে কেনকে হিসাবেই রাখেননি অনেকে। টটেনহ্যাম হটস্পারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক গোল করলেও কেনকে গোল্ডেন বুট বিজয়ীর সম্ভাব্য এতটা জোরালোভাবে রাখা হয়নি। অথচ, সেই হ্যারি কেনের হাতেই এবার হয়তো উঠতে যাচ্ছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। দ্বিতীয় রাউন্ডেই নিজের নামের পাশে লিখে ফেলেছেন তিনি ৬ গোল।

বিশ্বকাপে যিনি সবচেয়ে বেশি সংখ্যক গোল করবেন তিনি জিতবেন গোল্ডেন বুট। ২০১৪ সালে গোল্ডেন বুট জিতেছিলেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।

অন্যদিকে ব্যক্তিগত চারটি করে গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোমেলু লুকাকু।