জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে পাকিস্তান

স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে উঠে গেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় পরাজয় বরণ করলেও আয়োজক জিম্বাবুয়েকে লিগের দু’টি ম্যাচেই পরাজিত করল সরফরাজ আহমেদরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে চলে যায় পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে জিতে আগেই ফাইনালের পথে পা বাড়িয়ে রেখেছে অজিরা।

হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। সুলেমান মায়েরের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে নির্দারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে জিম্বাবুয়ে৷ মায়ার ৬৩ বলে ৯৪ রানের দুর্দাণ্ত এক ইনিংস খেলেন। ৬টি চার ও ৬টি ছক্কা সাজানো ছিলো তার ইনিংসটি।

জিম্বাবুয়ের হয়ে টি-২০ ক্রিকেটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের ইনিংসটিই ছিল কোনও জিম্বাবুইয়ানের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ।