আসছে ‘কিড সোলায়মান-২’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ার শুরুর পর থেকে অসংখ্য নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে কাজ করেছেন। তবে বিগত কয়েক বছর ধরে এ তারকার ৬-৭ পর্বের নাটকগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে অ্যাভারেজ আসলাম, মাহিনের পাদুকা জোড়া, হাই-প্রেসার, কিড সোলায়মানসহ অসংখ্য ধারাবাহিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

এবারের ঈদে কয়েকটি ধারাবাহিকের সিক্যুয়েল এসেছে। কিন্তু দর্শকদের মন জয় করা কিড সোলায়মানের সিক্যুয়েলের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে দীর্ঘ দুই বছর আসছে জনপ্রিয় এ ধারাবাহিকের সিক্যুয়েলও।

২০১৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল নাটকটি। শত শত নাটকের ভিড়ে যারাই দেখেছেন, মনে রেখেছেন ‘কিড সোলায়মান’কে। টেলিভিশনে প্রচারের পর ইউটিউবেও নাটকটি হিট হয়ছিল! এরপর চিত্রনাট্য ও গল্প ঠিক না হওয়ায় দীর্ঘদিনের জন্য থেমে যায় এই ধারাবাহিক সিরিজের কাজ। তবে আর অপেক্ষা করতে চাননা সাজিন আহমেদ বাবু। চিত্রনাট্য ঠিক করেই মাঠে নেমে পড়লেন।

গণমাধ্যমকে তিনি জানান, আগের বার ৬ পর্বে প্রচার হয়েছিল ‘কিড সোলায়মান’। এবার প্রচারিত হবে ৭ পর্বে, নাম রাখা হয়েছে ‘কিড সোলায়মান-২’। ঈদুল আজহা উপলক্ষেই নির্মিত হচ্ছে জনপ্রিয় এ ধারাবাহিক। আগামী ১১ জুলাই থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হবে।

সাজিন আরো জানান, প্রথম কিস্তিতে আগের গল্প প্রচার হয়েছিল। এবার তিনি গল্পে পরিবর্তন এনেছেন। শুধু তাই নয়, চারপাশের অসঙ্গতিও তুলে ধরবেন। এছাড়া দর্শকদের জন্য শিক্ষনীয় মেসেজ দেয়া হবে এবং হাস্যরসে পুরো নাটক জমে উঠবে। প্রথম কিস্তি সফল হলে দ্বিতীয়টা টপকানো কঠিন হয়ে পড়ে। সেটা মাথায় রেখেই গল্প মজবুত করেছি। আশা করছি ‘কিড সোলায়মান ২’-ও সালফ্য পাবে, দর্শকরা পছন্দ করবেন।

প্রথম কিস্তির ‘কিড সোলায়মান’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে ছিলেন মোনালিসা। এবার তিনি থাকছেন না। তার পরিবর্তে দেখা যাবে শার্লিন ফারজানাকে। আরও অভিনয় করবেন রোবেনা রেজা জুঁই, কচি খন্দকার, তারেক স্বপন, মিলন ভট্টাচার্য্য, এলিনা শাম্মী প্রমুখ।