আর্জেন্টিনার কোচ হচ্ছেন গার্দিওলা?

গত একযুগে ফুটবল বিশ্বের সেরা কোচ কে? উত্তরটা, নিঃসন্দেহে বার্সেলোনার কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা। সর্বকালের সেরা কোচদের তালিকায় শর্ট লিস্টে থাকবেন গার্দিওলা। কোচিং ক্যারিয়ার তাকে দু’হাত ভরে দিয়েছে। বার্সাকে ট্রেবলসহ মোট ১৩টি মেজর শিরোপা জিতিয়েছেন। গার্দিওলা মানেই ট্রফি উঁচিয়ে ধরা। গার্দিওলা মানেই সাফল্য। চলতি বছরে ম্যানসিটিকে জিতিয়েছেন লিগ শিরোপা

এমন একজন কোচকে যে কোন দলই পেতে চাইবে এটা স্বাভাবিক। তার উপর সেটা যদি হয় পেপ গার্দিওলা। এমনিতেই যার আর্জেন্টিনার প্রতি একটু দুর্বলতা আছে। তাই গুঞ্জণের ডালা-পালাটা একটু বেশি। একবার তো বলেছেন ‘আপনি যদি কোচিং শিখতে চান তবে আর্জেন্টিনায় চলে যান।’ কারণটাও যুক্তি সঙ্গত বরাবরই আর্জেন্টিনা কোচারদের আতুরঘর।

ইতিহাস মাত্র ২জন বাইরের কোচ আর্জেন্টিনাকে কোচিং করিয়েছে। এদের মধ্যে একজন ইতালিয়ান ফেলিপ পাসসুসি ছিলেন ১৯২৪ সালে। আরেকজন অবশ্য ইতালি ও আর্জেন্টিনার দ্বৈত নাগরিক রেনাতো সেজারিনি ছিলেন ১৯৬৮ সালে। ৪০ বছর পরে কি আরও একজন বিদেশি! বুঝাই যাচ্ছে আর্জেন্টিনা কখনো পর মুখাপেক্ষি নয়।

কিন্তু নামটা যখন গার্দিওলা তখন দুর্বলতা চলে আসে যে কোন ফেডারেশনের। তার উপর সাম্পাওলির ব্যর্থতা। অন্যদিকে গার্দিওলার আগ্রহ।

কিংবদন্তি ম্যারাডোনা কোচ থাকাকালিন সময় গার্দিওলা একবার বলেছিল,‘ ডিয়েগো তুমি কি আমাকে ভবিষ্যতে আর্জেন্টিনা দলের নেতৃত্বে দেখতে চাও?’ ম্যারাডোনার জবাব ছিল, ‘অবশ্যই।’ তখন কে জানত বছর কয়েক পরে এসে আর্জেন্টিনার কোচ হওয়ার সম্ভাবনার তালিকায় নাম উঠবে গার্দিওলার। স্বপ্ন পূরণ হতে পারে সাবেক বার্সা কোচের। স্প্যানিশ দৈনিক এএসে এমন একটি খবরই এসেছে।

গুঞ্জনটি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্প্যানিশ টিভি চ্যানেলটির দাবি অনুযায়ী বাৎসরিক ১২ মিলিয়ন ডলারে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত গার্দিওলাকে চায় আর্জেন্টিনা। পুরো টাকার অর্ধেক দেবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং বাকি অর্ধেক দেবে আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল ‘তরনেওস’। যে চ্যানেলটি ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল দলের টিভি স্বত্ব কিনে নিয়েছে।

ফ্রান্সের বিপক্ষে ৩-৪ গোলে হেরে বিদায়ের পর আর্জেন্টাইন ফুটবলে এখন টালমাটাল অবস্থা। যার রেশ ধরে প্রতিদিন খবর হয়-হোর্হে সাম্পাওলি এই আছে তো এই নেই। সাম্পাওলির বিদায় হবে কি না, তা ভবিষ্যতের হাতে। তবে নতুন সম্ভাব্য কোচের তালিকাটা ধীরে ধীরে বড়ই হচ্ছে। সেখানে নতুন নাম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ গার্দিওলার নামটিও চলে আসল।

গুঞ্জনটি বেশি ছড়ানোর আরেকটি বড় কারণ আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে গার্দিওলার মধুর সম্পর্ক। আবার ম্যান সিটিতে খেলার সুবাদে সার্জিও আগুয়েরোর সঙ্গে গার্দিওলার সম্পর্কও ভালো। ফলে দুইয়ে দুইয়ে চার মেলাতে চাচ্ছে অনেকেই। এখন দেখা যাক গার্দিওলার আর্জেন্টিনার কোচ হওয়ার এমন গুঞ্জন কত দিন টিকে থাকে?

ফেডারেশন প্রস্তাব দিলে গার্দিওলা নিশ্চই ফেরাবিন না। মেসি ও আর্জেন্টিনার প্রতি বারবরই তার একটা দুর্বলতা আছে। এবার সেই স্বপ্ন পূরণের পালা!