অভিনয়শিল্পী খুঁজছেন দেব

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। ইতোমধ্যে প্রযোজকের তালিকাতেও নাম লিখিয়েছেন এই অভিনেতা। সুহাসিনী মিস্ত্রির জীবনী নিয়ে দেব নির্মাণ করছেন ‘পদ্মশ্রী সুহাসিনী মিস্ত্রি’ সিনেমা। আর এজন্য নতুন অভিনয়শিল্পী খুঁজছেন এই অভিনেতা। এ নিয়ে দেব তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টও দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দেব শুধু অর্থ আয়ের জন্য সিনেমাটি প্রযোজনা করছেন না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে এটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সুহাসিনীর জীবনের ২০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত নানা বিষয় সিনেমাটিতে তুলে ধরা হবে। একজন অভিনেত্রীকেই সুহাসিনীর বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করতে হবে। চরিত্রগুলো বাস্তবধর্মী করে ফুটিয়ে তোলার জন্য কৃত্রিমভাবে মেকআপ ব্যবহার করা হবে।

অভিনয়শিল্পী নির্বাচনের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে সিনেমাটির টিম। খুব শিগগির তারা অডিশনের তারিখ ঘোষণা করবে।

২৩ বছর বয়সে সুহাসিনী তার স্বামীকে হারান। স্বামীর মৃত্যুর পর চরম অর্থসঙ্কটে পড়েছিলেন সুহাসিনী মিস্ত্রি। সবজি বিক্রি করে কোনোক্রমে চার সন্তান নিয়ে সংসার চালাতেন অল্প শিক্ষিত এই নারী। তার স্বপ্ন ছিল গরীব মানুষের সেবার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা। পরবর্তী সময়ে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি। কয়েক বছরের মধ্যে কলকাতার দক্ষিণ শহরতলীর এই সেবা কেন্দ্র আলোচনায় উঠে আসে।