ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ভবিষ্যদ্বাণী করে দিলেন কেভিন ডি ব্রুইনি

ক্লাবের হয়ে বেশ সসফ্ল ছিলেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েন। সদ্য ইংলিশ প্রিমিয়ার লীগে তার দল জিতেছে শিরোপা। সেই ফুরফুরে মেজাজে থেকেই বিশ্বকাপ শুরু করেছেন তিনি।

তার দল বেলজিয়াম উঠে গেল কোয়ার্টার ফাইনালে। তাদের প্রতিপক্ষ দল হিসেবে মাঠে নামবে ব্রাজিল। তবে মাঠে নামার আগেই প্রেডিকশন করে দিলেন ডি ব্রুয়েন।

ডি ব্রুয়েন বলেন ,’ জাপানের বিপক্ষে দুর্দান্ত কামব্যাক আমাদেরকে শিখতে সাহায্য করবে কীভাবে আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব। মাঠে গোল খুব দরকার এবং আমরা চেষ্টা করবো গোল বের করে আনতে। এখানে দ্রুত উন্নতি করার সময় নেই। যদি হারেন তাহলে বাদ আপনি। যদি আপনি জয়ের চেষ্টা করে হারেন সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারবেন।’

ডি ব্রুয়েন আরো বলেন ,’ ‘টুর্নামেন্টে এখন যেসব দল টিকে আছে সবারই কোয়ালিটি রয়েছে। ব্রাজিলের কোয়ালিটি থাকলেও আমার কিছু যায় আসে না। আমি ৯০ মিনিটে হলেও তাদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিততে চাই।’