উরুগুয়ে শিবিরে জোড়া দুঃসংবাদ

পর্তুগালের বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক কাভানি। যদিও পুরো ম্যাচ তিনি খেলতে পারেননি। চোটের জন্য খেলা শেষ হওয়ার আগেই তাকে মাঠ ছাড়তে হয়। শুক্রবার (২৯ জুন) কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের জন্য অপেক্ষা করছে আর্জেন্টিনাকে বিদায় করা ফ্রান্স। সেই ম্যাচের আগেই অশনি সংকেত লা সেলেস্তের সাজঘরে।

পর্তুগালকে বাড়ির পথ ধরিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে উরুগুয়ে। অন্যদিকে, আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর ছাড়পত্র জোগাড় করেছে জিদানের উত্তরসূরীরা। দু’ দলের জন্যই কঠিন লড়াই সামনে। এর মধ্যেই সুয়ারেজ চিন্তায় ফেলে দিয়েছেন অভিজ্ঞ কোচ অস্কার তাবারেজকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় প্রাকশিত প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে, অনুশীলনের সময় চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় সুয়ারেজকে। নিজনি নভগোরদে রয়েছে উরুগুয়ে। সেখানেই অনুশীলন চলাকালীন ডান পায়ে চোট পান সুয়ারেজ। পরে অবশ্য অনুশীলনে নামলেও তাবারেজের চিন্তা তাতে কমেনি।

ফ্রান্সের জালে বল জড়াতে হলে উরুগুয়ের বড় ভরসা এখন সুয়ারেজই। কারণ কাভানি ফ্রান্সের বিরুদ্ধে অনিশ্চিত। সেরে ওঠার প্রবল চেষ্টা করছেন কাভানি। যদি পিএসজি তারকা মাঠে নামতে নাই পারেন, তাহলে বার্সা সুপারস্টার সুয়ারেজই একমাত্র ভরসা উরুগুয়ের। সুয়ারেজের চোট কতটা, সেটাই এখন দেখার।