অধিনায়কত্ব পেলেন ওয়ার্নার!

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ে সহযোগীতার ঘটনায় জাতীয় দল থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তরুণ ওপেনার ক্যামেরুণ ব্যানক্রাপ্ট। ফলে দুই অধিনায়ক একবছর এবং সরাসরি জড়িত থাকা তরুণ ক্রিকেটার নয় মাসের মতো দলের বাইরে থাকবেন।

জাতীয় দলে নিষেধাজ্ঞায়ায় থাকলেও তিন ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যার কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন তারা। মজার ব্যাপার হলো, টুর্নামেন্টটিতে উইনিপেগের হয়ে নেতৃত্বে দিবেন ওয়ার্নার।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগটিতে ওয়ার্নারের টিমম্যাট ব্রাভো সমস্যার কারণে বাদ পড়েছেন। তাই ওয়ার্নার ছাড়া দ্বিতীয় কাউকে অধিনায়ক হিসেবে ভাবতে পারছে না উইনিপেগ কর্তৃপক্ষ। এজন্য একপ্রকার বাধ্য হয়েই তার কাঁধে নেতৃত্বভার তুলে দেয় ফ্রাঞ্চািইজিটি। এ বিষয়ে দলটির কোচ ও সাবেক পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিস নিউজ ক্রপকে বলেছেন, ‘আমি নিশ্চিত সে দলকে ভালোভাবেই নেতৃত্ব দিবে। আইপিএল এবং জাতীয় দলে আমি তার ক্যাপ্টেন্সি দেখেছি।’

প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে ওয়ার্নারের দল। তিন ম্যাচের দুটিতে জিতেছে তারা। তাদের পরবর্তী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ‘বি’ টিমের সঙ্গে। আর ম্যাচটিতে নেতৃত্ব দিবেন ওয়ার্নার।

প্রসঙ্গত ‘১’: বাদ পড়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় টি-২০ দলের নিয়মিত অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল সানরাইজার্স হায়দরাবাদেরও দায়িত্বে ছিলেন তিনি। হতভাগা অযাচিত এক ঘটনায় তার পুরো ক্যারিয়ার তোলপাড় করে দেয়। এখন নিজেকে সেই কালো অধ্যায় থেকে বের করে তোলার চেষ্টা চালাচ্ছেন ওয়ার্নার।

এক নজরে উইনিপেগের স্কোয়াড: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ডেভিড মিলার, সিমন্স, ব্রাভো, এডওয়ার্ড, রিয়াদ ইমরিত, বেন ম্যাকডেরমট, আলী খান, হামজা তারেক, টিওন ওয়েবস্টার, রিজওয়ান চেমা, মার্ক, পিলিপ ও জুনায়াদে খান।-ক্রিক ট্যা.