গুহা থেকে উদ্ধার – থাইল্যান্ডে গুহার মধ্যে আটকে পড়া ১২ ফুটবলার ও তাদের কোচকে জীবিত পাওয়া গেলেও উদ্ধার নিয়ে জটিলতা দেখা দিয়েছে। গুহা থেকে বের হওয়ার পথ পানিতে ডুবে থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
গুহা থেকে তাদের উদ্ধার করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
আটকা পড়া খেলোয়ার ও তাদের কোচকে উদ্ধারের সম্ভাব্য উপায়গুলো কি?
১. ডুবুরি:
আটকে পড়াদের ডুবুরিদের মাধ্যমে সবচেয়ে দ্রুগগতিতে উদ্ধার করা সম্ভব। কিন্তু এটি সবচেয়ে বিপজ্জনক।
আটকা পড়া খেলোয়াররা কেউই প্রশিক্ষিত ডুবুরি নয়। তারা সাঁতারও জানে না। গুহাটির মধ্যে এমন জায়গায় এই কিশোররা রয়েছে – যে পেশাদার ডুবুরিদের গুহার প্রবেশপথ থেকে সেখানে পৌঁছাতে কয়েক ঘন্টা লেগেছে।
২. ড্রিলিং:
ড্রিলিং মেশিন দিয়ে পাহাড়ের গায়ে ছিদ্র করে গুহার ভেতরের বন্যার পানি বের করে দিতে চেষ্টা করছে কর্তৃপক্ষ। কিন্তু শক্ত পাথরের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। পাহাড় ফুটো করে তাদের উদ্ধার করতে যাবারও অনেক ঝামেলা রয়েছে।
প্রক্রিয়াটা শুরু করতে হলেও নতুন রাস্তা তৈরি করতে হবে। ওই রাস্তা দিয়ে ভারী ড্রিলিংএর যন্ত্রপাতি সেখানে নিয়ে যেতে হবে। এর আগে পাহাড়টার একটা জরিপ করতে হবে, কারণ যে গর্তটা করা হবে তা যেন আটকে পড়া লোকেরা যেখানে আছে সেখানে গিয়ে শেষ হয়।