মালয়েশিয়ায় ভয়ংকর সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩ হাজার!

ইমিগ্রেশন পুলিশের অভিযানে পাঁচ মাসে ৪হাজার বাংলাদেশি গ্রেফতার শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া :: মালয়েশিয়ার পেনাং ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশীসহ ৯৬ জনকে গ্রেফতার করেছে অভিবাসন ​​ বিভাগ ।

গতকাল ২ জুলাই মালয়েশিয়ার অন্যতম শহর পুলাউ পিনাং এর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২০৯ অভিবাসীকে আটক করা হয় । কাগজপত্র যাচাই শেষে ৯৬ জন বিভিন্ন দেশের নাগরিককে গ্রেপ্তার দেখানো হয় । গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশ ৪৬ , নেপালের ২৬ , মায়ানমারের ১৬ , বাকিরা অন্যান্য দেশের নাগরিক । জিজ্ঞাসাবাদের জন্য ১২ জন মালয়েশিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয়।

দেশব্যাপী চলমান মেগা থ্রির অভিযানে গত তিন দিনে প্রায় ৩ হাজারের মতো বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশের সংখ্যা প্রায় ৭শ বলে জানা গেছে। ​রি-হিয়ারিং প্রোগ্রামের মেয়াদ শেষ হওয়ার পর থেকে মেগা-থ্রি নামে এই অভিযান শুরু হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের জানান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক মোস্তফার আলী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। এরপর ১৬ সালের ১৫ আগস্ট”।