মাত্র ছয় মাসের শিশুকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন স্বয়ং মা, অতঃপর!

প্রতিদিন কতই না হৃদয় বিদারক ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান এবং ব্যক্তি হচ্চে মা। কিন্তু সেই মা যদি এমন কিছু করে বসে তবে তা পুরো সমাজেই প্রশ্ন বিদ্ধ করে।
এখনও শিশুটির কথা বলার বয়স হয়নি। অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র ৬ মাস বয়সী নিজের শিশুকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন মা। স্থানীয়দের সহযোগীতায় অবশেষে বেঁচে গেল শিশুটি। কথায় আছে রাখে আল্লাহ মারে কে! মায়ের নির্মম কাণ্ডে আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাথে শিশুটির মাকেও। এ ঘটনায় শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার সাপ্টিবাড়িতে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার (২ জুলাই) সন্ধ্যায় অঞ্জু শীল নামে ওই গৃহবধূ তাঁর শিশুকন্যাকে শৌলি নদীতে ফেলে দেন। স্থানীয়রা দেখতে পেয়ে, সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে মা ও শিশু দু’জনেই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি।

গৃহবধূর স্বামীর খোঁজ পায়নি পুলিশ। এ ঘটনায় গৃহবধূর শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, শারীরিক অসুস্থতা থেকেই ওই গৃহবধূ এই কাণ্ড ঘটিয়েছেন। তবে বিস্তারিত আরো তদন্তের পর জানা যাবে।