শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাঁটুরিয়া বাজারের স্টুডিও ব্যবসায়ী ও একাধিক ধর্ষণ মামলার আসামি রাজিব দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই সন্তানের জনক সুচতুর রাজিব দাস তার স্টুডিওতে এলাকার নারীরা ছবি তুলতে গেলে প্রতারণার ফাঁদে ফেলে একাধিক নারীকে ধর্ষণ ও যৌন হয়রানি করেছে বলে অভিযোগ ওঠেছে। দীর্ঘদিন ধরে উপজেলার ঘাটাখান গ্রামের রাজিব দাস একই উপজেলার শরীয়তপুর-বরিশালের সীমান্তবর্তী এলাকা হাঁটুরিয়া বাজারে পূর্ণিমা ডিজিটাল স্টুডিও এবং বিকাশ এজেন্ট হিসেবে দোকান খুলে ব্যবসা করে আসছেন।
পুলিশ জানান, মেয়েরা রাজিব দাসের স্টুডিওতে ছবি তুলতে গেলে অনেক সময় একাধিক ছবি তোলার জন্য ওই স্টুডিওতেই পোশাক পরিবর্তন করে নিত তারা। এ সময় রাজিব দাস গোপন ক্যামেরায় তাদের ছবি তুলত এবং পরবর্তীতে প্রতারণার ফাঁদে ফেলে অনেক নারীকে যৌন হয়রানি ও ধর্ষণ করেছে। এলাকায় খোঁজখবর নিয়ে প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পাই। এরপর রবিবার নুপুর আক্তার নামে এক ভুক্তভোগী নারী বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এরপর সোমবার পূর্ণিমা ডিজিটাল স্টুডিও থেকে রাজিব দাসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রাজিব দাস ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।