সরকারি আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সঙ্গীতশিল্পী নির্ঝর

ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম স্কলারশিপ নিয়ে আগামী ৬ই জুলাই ৩ সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী। যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণেই এ সফরে যাচ্ছেন নির্ঝর।

নির্ঝর বলেন, প্রায় এক মাসের মতো দেশে থাকছি না। দেশে আসার পর পরই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তাই দেশ ছাড়ার আগেই নতুন কিছু গানের রেকর্ডিং আর মিউজিক ভিডিওর শুটিং কাজে ব্যস্ত সময় কাটাচ্ছি।

মূলত সাংস্কৃতিক ও পেশাগত তথ্য বিনিময় এই ভ্রমণের মূল উদ্দেশ্য। একই আয়োজনে সারা বিশ্ব থেকে আরো পেশাদার মানুষ একত্রিত হবেন এবং মাঠ পর্যায়ে পরিদর্শন করবেন ওয়াশিংটন, সান ডিয়াগো, সিয়াটল, পেনসিল্ভেনিয়া এবং নিউ ইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। গোলটেবিলে হবে বিভিন্ন দেশের সাংস্কৃতিক ও পেশাগত বিষয়ে মত বিনিময়।