ওয়ানডেতে ফিরতে পারেন মুমিনুল

বাংলাদেশের টেস্টে দলের নিয়মিত সদস্য।সর্বশেষ পাঁচ বছরে টাইগার টেস্ট স্কোয়াডের সবচেয়ে সফল ব্যাটসম্যান মুমিনুল। বলা হয়ে থাকে মুশফিকের পরে টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান মুমিনুল। কিন্তু বরাবরই মুমিনুল ওডিআই স্কোয়াডে উপেক্ষিত। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়েও টাইগার ওডিআই টিমে জায়গা হয় না মুমিনুলের।

তবে রঙিন পোষাকে আবার ফিরতে পারেন মুমিনুল। আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে যদি মুমিনুল ধারাবাহিকতা বজায় রাখেতে পারে তবে দীর্ঘদিন পর তার জন্য ওডিয়াই টিমের দরজা খুলতে পারে।

বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল ক্যারিবীয় দ্বীপে ভালো করতে পারলে নতুন কোচ স্টিভ রোডসের নজরে আসতে পারেন। সেক্ষেত্রে জায়গা পেতে পারেন ওয়ানডে দলে। তাছাড়া সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে টিমের তিন নাম্বার জায়গায় কেউ সফল হচ্ছে না। সৌম্য, সাব্বিরের ধারাবাহিক ব্যর্থতার কারণে নির্বাচকদের বিবেচনায় আছেন নির্ভরযোগ্য মুমিনুল।

এছাড়া টপ অর্ডারে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ঘরোয়া ক্রিকেটে এই পজিশনে খেলেন মুমিনুল। ফর্মে থাকা মুমিনুলের এখন প্রয়োজন শুধু ধারাবাহিকতা ধরে রাখা। তবেই খুলতে পারে ওডিআই স্কোয়াডের দুয়ার।