নেইমারের অভিনয়ে বিরক্ত মেক্সিকোর কোচ

ব্রাজিলিয়ান সুপাস্টার নেইমারের পরে যাওয়ার বিষয়টা এখন ‘টক অফ দ্যা ওয়ার্ল্ডকাপ’। গোটা বিশ্বকাপ জুড়ে বারবার ফাউলের শিকার হওয়া নেইমারকে রেফারির সহানুভূতি পাওয়ার জন্য অভিনয় করতে দেখা গেছে।

সর্বশেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুবার পরে যেতে দেখা যায় নেইমারকে। তবে দুইবারই গুরুতর ফাউলের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সেসব ফাউলকে উপেক্ষা করে নেইমারের পড়ে যাওয়াকে ভাঁড়ামো হিসেবে উল্লেখ করেন মেক্সিকোর ওসারিও।

ওসারিও বলেন,‘দুর্ভাগ্যজনকভাবে এটা ফুটবলের জন্য লজ্জার। একজন খেলোয়াড়ের জন্য ৪ মিনিট নষ্ট হয়েছে। এটা ভাল উদাহরণ নয়। এটা পুরুষদের খেলা, এখানে ভাঁড়ামির কোন স্থান নেই।’

তিনি আরও যো করেন,‘যেসব মানুষ, শিশুরা খেলাটি দেখেছে বিষয়টি তাদের জন্য লজ্জার। সেখানে অভিনয় হওয়া উচিত হয়নি। আমি মনে করি, এটা আমাদের গতি এবং খেলার কৌশলের ওপর প্রভাব ফেলেছিল।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে দৃষ্টিকটু ভাবে গড়াগড়ি খেয়েছিলেন নেইমার যেটা ফুটবলের জন্য লজ্জার। যার কারণে সর্বমহলে সমালোচিত হয়েছেন তিনি।

নেইমারের অহেতুক গড়াগড়ি নিয়ে বিবিসির ধারাভাষ্যকার কনর ম্যাকনামারা বলেন, ‘সে এমনভাবে গড়াগড়ি দিচ্ছিল যেন তাকে কুমির কামড়েছে। যেন সে একটা অঙ্গ হারিয়ে ফেলেছে।’

অবশ্য রাশিয়া বিশ্বকাপে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার মোট ২৩বার ফাউলের শিকার হয়েছেন। কিন্তু অযথা ড্রাইভ দেওয়ার কারণে উপহাসের পাত্র হয়েছেন এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষ মেক্সিকোর কোচ ওসোরিও বলেন,‘ ম্যাচে ব্রাজিলকে পুরোপুরি সুবিধা দেওয়া হয়েছে। রেফারির পক্ষ থেকে খুব বেশি হস্তক্ষেপ ছিল। আমরা দ্বিতীয়ার্ধে আমাদের খেলার স্টাইল হারালাম রেফারিংয়ের কারণে। খুব বেশিবার খেলা থামানো হয়েছিল।‘

ওসোরিওর অভিযোগের জবাবে ব্রাজিল কোচ তিতে বলেন,‘ আমি ওসোরিওর কথার জবাব দিবো না। আপনারা দেখেছেন মাঠে কি ঘটেছে। আমার কিছু বলার দরকার নেই।’