নাচের দল নিয়ে রিদি শেখ

এদেশে আধুনিক নাচে রিদি শেখ খুব অল্প সময়েই সবার নজর কেড়েছেন। সম্প্রতি নিজের কাজের চাহিদা ও তার অনুসারীদের জন্যই আলাদাভাবে নাচ শেখাচ্ছেন। রিদি ভেবেছিলেন জুন থেকেই তার এই কার্যক্রম শুরু করবেন। কিন্তু বিশ্বকাপ টুর্নামেন্টের কারণে তা পেছাতেই হলো। জন্মগতভাবে রাশিয়ার নাগরিক রিদি শেখ। শুধু জন্মগতভাবেই নয়, বেড়ে ওঠা এমনকি নাচের তালিম থেকে শুরু করে যাবতীয় শৈশব-কৈশরের দিনগুলো রাশিয়াকে ঘিরেই তার। তাই বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন চ্যানেলে রিদিকে ব্যস্ত থাকতে হচ্ছে বিশ্বকাপ ফুটবল নিয়ে নানান আলোচনায়। রিদির মতে, খুব স্বাভাবিক ভাবেই আমি রাশিয়ার সাপোর্টার। তবে ঠিক এই সময়টাতে দেশটাকে খুব মিস করছি। কারণ রাশিয়া তাদের এই বিশ্বকাপ নিয়ে যে আয়োজনে মেতেছে তা অভূতপূর্ব। আমি নিজে রাশিয়ান বাঙালি বলে নয়, রাশিয়া আসলে জানে কিভাবে ফেস্টিভ্যাল পালন করতে হয়।’ এদিকে চমক লাগানোর মতো স্পেনকে বিদায় করে দেয়া প্রসঙ্গে রিদি বলেন, ‘আমার মন বলছিল রাশিয়াই জিতবে। বিশেষ করে মাঠ থেকে রাশিয়ান কোচ থেকে শুরু করে বিভিন্ন প্লেয়াররা বারে বারে দর্শকদের চিত্কার করার জন্য বলছিল। কারণ স্বাগতিক দেশ হিসেবে ভক্তদের যে উল্লাস, যে চিত্কার সেটিই রাশিয়ার বড় শক্তি।’

নিজের কাজ প্রসঙ্গে রিদি বলেন, ‘আমার নতুন কিছু নাটক ও ওয়েব সিরিজ আসবে খুব শিগগিরই। একই সাথে আমার ড্যান্স অ্যাকাডেমি নিয়েও কাজ করছি। কারণ অনেকেই এখন নাচ শিখতে চাইছেন। আমি নিজে একটি শক্তিশালী নাচের টিম গড়তে চাই। যে টিম নিয়ে আমি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে উপস্থাপন করবো।’