দুই গোল পরিশোধ করে খেলায় ফিরল বেলজিয়াম

প্রথমার্ধ ছিল গোলশূণ্য। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে এগিয়ে যায় জাপান। সোমবার রোস্তভ অ্যারিনায় জাপানি বিল্পবের পূর্বাভাস তাতে। কিন্তু রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটিতে দারুণ ভাবে খেলায় ফিরেছে বেলজিয়াম। দুটি গোলই পরিশোধ করেছে তারা। এই প্রতিবেদন লেখার সময় ৮৬ মিনিটের খেলা চলছে। ম্যাচে ২-২ গোলে সমতা।

৪৮ মিনিটে মুগ্ধতা ছড়ানো এক গোলে এগিয়ে যায় জাপান। গাকু সিবাসাকি প্রায় মধ্যমাঠ থেকে বল বাড়ান জেনকি হারাগুছিকে। দুর্দান্তভাবে নিজের নিয়ন্ত্রনে রেখে বল জালে জড়ান তিনি। সেই গোলের উৎসব কাটতে না কাটতেই দ্বিতীয় গোল জাপানের।

৫২ মিনিটে তাকাশি ইনুই অবিশ্বাস্য এক গোল করেন। শিনজি কাগওয়া বক্সের একপ্রান্ত থেকে ব্যকাপাস করে বড় দেন ইনুইকে। যিনি সরাসরি শটে জালে জড়িয়ে দেন বল।

বিশ্বকাপের নকআউট পর্বে ২-০ গোলে পিছিয়ে পড়েও জেতার রেকর্ড ছিল জার্মানির। সেটিও ৪৮ বছর আগে। ১৯৭০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই কীতি গড়েছিল জার্মানি। তেমন কীর্তিই কি লিখতে যাচ্ছে এবার বেলজিয়াম?

৬৯ মিনিটে ইয়ান ভের্তঘেন গোল করে ব্যবধান ফেরান। ৭৪ মিনিটে মারুয়ান ফেলাইনি হেড থেকে গোল করে ম্যাচে সমতা আনেন।