আমাকে দেখার সময় এখন কারও কাছেই নেই!

এক সময়ের সারা জাগানো একজন অভিনেতা হলেন প্রবীর মিত্র। তবে এখন অনেকটাই যেন হারিয়ে গেছেন বর্ষীয়ান এই নেতা। মিডিয়া কিংবা সংবাদ কোন খানেই তাকে আর দেখা যায় না।

দেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র। ৬০’র দশক থেকে তিনি অভিনয় করছেন। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এরপর ‘চরিত্রাভিনেতা’ হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।

৭৭ বছর বয়সী অভিনেতার চলচ্চিত্রে প্রায় অর্ধশত বছরের ক্যারিয়ার। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু এখন লাইট-ক্যামেরার ঝলমলে দুনিয়ায় একদমই হাজির হতে পারেন না প্রবীর মিত্র। বেশ কয়েকমাস ধরে অসুস্থ হয়ে ঘরবন্দি কিংবদন্তি এই অভিনেতা।

নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রবীর মিত্র জানান, ‘শরীর ভালো নেই। তিন মাস ধরে আমার দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা। যার জন্য স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। খুব সমস্যা হয়। বাইরেও যেতে পারি না। ঘরেই বন্দি হয়ে আছি। যতদিন জীবিত থাকবো, এভাবেই বাঁচতে হবে।

তিনি জানালেন, ‘এর মধ্যেও মাঝেমধ্যে ছবিতে কাজ করার ডাক আসে। কিন্তু যখন তার অসুস্থতার কথা শোনেন তখন তারা পিছিয়ে যান।’ বর্ষীয়ান এই অভিনেতার জীবন বা ক্যারিয়ার নিয়ে কোন অভিযোগ না থাকলেও, আক্ষেপ আছে চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ তেমন দেখতে আসেন না তাকে। প্রবীর মিত্র বললেন, ‘তেমন একটা কেউ দেখতে আসেন না।

আমাকে দেখার সময় হয়তো কারও কাছে নেই। যদি কখনো কেউ আমার বাসার সামনে দিয়ে যায়, তখন হয়তো এমনি দেখা করে যান। প্ল্যান করে আমাকে কেউ দেখতে আসেন না।’

বুক ভরা আশা নিয়ে জানালেন সুস্থ হয়ে আবারও অভিনয় ফেরার ইচ্ছে আছে। বললেন, ‘মরার আগ পর্যন্ত অভিনয় করার ইচ্ছেটা থাকবে। সেই ইচ্ছে আর পূরণ হবে কিনা জানি না। সবই তো ভবিতব্য। উপরওয়ালার ইচ্ছেতেই সব হয়। তবে সুস্থ হওয়ার আগে আর অভিনয় করতে পারবো না।’

এদিকে, চলতি বছরের শুরুতে এসডি রুবেলের ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিতে শেষ অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। এরপর আর কোনো ছবিতে কাজ করতে পারেননি।

দীর্ঘ ক্যারিয়ারে আপনি ৩০০’র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র। এরমধ্যে তার বিশেষ কিছু চলচ্চিত্র হলো, ‘তিতাস একটি নদীর নাম’, ‘মিন্টু আমার নাম’, ‘জয় পরাজয়’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রতিহিংসা’ ও ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রগুলো।