আগুনে ঘি ঢেলে দিলেন মেক্সিকোর অধিনায়ক

আগুনে ঘি ঢেলে- আর মাত্র কিছুসময়। এরপরই শেষ আটের লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সোমবার (০২ জুলাই) রাত ৮টায় সামারা অ্যারেনা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

রাউন্ড অব সিক্সটিনের এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। মোট কথা যে দল হারবে তাকেই আসর থেকে বিদায় নিতে হবে।

আর তাই ম্যাচটি যে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই। ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই।

আর এই ম্যাচের আগে ব্রাজিলের প্রাণভোঁমরা নেইমারকে নিয়ে মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিলেন মেক্সিকোর ফুটবল দলের ক্যাপ্টেন আন্দ্রেস গুয়ারডাডো।

নেইমার অতিরিক্ত ফাউল করেন ও মাটিতে পড়ে যেতে পছন্দ করেন জানিয়ে তার প্রতি আলাদা নজর রাখতে তিনি ফিফা ও ম্যাচ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন মেক্সিকো অধিনায়ক।

তিনি বলেন, আমরা সবাই নেইমার সম্পর্কে জানি। এটা আমার কিংবা আমাদের বিচার করার দায়িত্ব না। এটা রেফারি ও ফিফাকে দেখতে হবে।

তিনি বলেন, এখন তাদের ভিএআর আছে। কাজেই তাদেরকে নেইমারের স্টাইল দেখতে হবে। রেফারিকে অবশ্যই তাকে নজরে রাখতে হবে। কারণ তিনি অতিরিক্ত ফাউল করেন, বারবার মাটিতে পড়ে যেতে ভালোবাসেন।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে বারবার মাটিতে লুটিয়ে পড়েছেন নেইমার। কয়েক বার ইচ্ছা করে পড়ে গিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।