‘বিদায় ব্যোমকেশ’র ট্রেলারে নতুন আবির-সোহিনী

গোয়েন্দা নয়, নিজেকে সত্যের অনুসন্ধানী বলতেই বেশি পছন্দ করেন ব্যোমকেশ বক্সী। এখন কোথায় তিনি? কী অবস্থায় রয়েছেন? এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।

বৃদ্ধ ব্যোমকেশকে অনস্ক্রিন নিয়ে আসতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সৌজন্যে তার আসন্ন ছবি ‘বিদায় ব্যোমকেশ’। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার।

এ যুগে দাঁড়িয়ে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সত্যান্বেষী ব্যোমকেশকে খুঁজে আনার সাহস দেখালেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। লেখকের ব্যোমকেশ সমগ্রতে এ কাহিনির খোঁজ মিলবে না। কারণ এখানে নতুন রূপে ফিরবেন সত্যান্বেষী।

কেমন হবে তাই সেই রহস্যে ভরা অভিযান? যার বয়সের ভারে চুলে পাক ধরলেও কিন্তু লক্ষ্য স্থির। সত্যের অন্বেষণ। এর খানিকটা উত্তর মিলল ট্রেলারে।

ব্যোমকেশ এবার বৃদ্ধ, দেবালয় ভট্টাচার্যের এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। আশি বছরের ব্যোমকেশ ও তার নাতি সাত্যকির চরিত্রে অভিনয় করছেন তিনি। সাত্যকির প্রেমিকার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। খবর- আনন্দবাজার পত্রিকা

ব্যোমকেশের সঙ্গে সাসপেন্স, রোমাঞ্চ সমার্থক হলেও দেবালয়ের নজর কিন্তু ব্যক্তি ব্যোমকেশের উপর। তিনি আগেই বলেছিলেন, ‘ঘরোয়া, বন্ধুবৎসল ও স্নেহশীল ব্যোমকেশকে আরও কাছের করে তোলার ইচ্ছে রয়েছে। আমরা সব সময়ে দেখেছি, ব্যোমকেশের স্ত্রী ও বন্ধু তার পাশে রয়েছে। ব্যক্তিজীবনের সুস্থিরতা তাকে বাইরের সঙ্গে লড়তে সাহায্য করেছে। কিন্তু এবার ঝড় তার ঘরেই। দু’বছর ধরে নিরুদ্দেশ ছেলেকে খুঁজে বের করতে অসফল বৃদ্ধ ব্যোমকেশ। ব্যক্তিগত ট্র্যাজেডি থেকেই এই গল্পের শুরু।’