পরিসংখ্যানের পাতায় ব্রাজিল-মেক্সিকো

রাশিয়া বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে চার পরাশক্তি জার্মানি, স্পেন, আর্জেন্টিনা ও পর্তুগাল। বাংলাদেশ সময় সোমবার রাত আটটায় সুপার সিক্সের ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো।নকআউট পর্বের এই ম্যাচে যে হারবে তাকে ধরতে হবে বাড়িরি পথ। মাঠে নামার আগে দেখে নেওয়া যাক ব্রাজিল-মেক্সিকোর পরিসংখ্যান।

১. শেষ ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত তিতের ব্রাজিল।

২. ১৯৯৯ সালের পর থেকে ব্রাজিলের বিরুদ্ধে শেষ ১৫টি ম্যাচের ৭টিতে জিতেছে মেক্সিকো, হেরেছে ৫টি ম্যাচ।

৩. গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচে ৫৬টি শট নিয়েছে ব্রাজিল। সেখানে প্রতিপক্ষ মেক্সিকো নিয়েছে ৪৪টি শট।

৪. টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৮৮৪টি পাস দেওয়ার চেষ্টা করেছে সেলেকাওরা, যা মেক্সিকোর চেয়ে ৬৩১টি বেশি।

৫. গ্রুপ পর্বের তিন ম্যাচে ২৯৭.৬৬ কিলোমিটার দৌড়েছে মেক্সিকো। ব্রাজিলের সবাই মিলে দৌড়েছে ৩১৩.৪ কিলোমিটার।

৬. এখন পর্যন্ত ব্রাজিল-মেক্সিকো মুখোমুখি হয়েছে ৪০ বার। ব্রাজিল যেখানে ২৩টি ম্যাচ জিতেছে, সেখানে মেক্সিকো জিতেছে ১০টি ম্যাচ।ড্র হয়েছে ৭টি ম্যাচ। বিশ্বকাপে চারবারের সাক্ষাতে প্রথম তিনবারই জিতেছে ব্রাজিল। শুধু ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

৭. বিশ্বকাপে চারবারের সাক্ষাতে ব্রাজিলের বিরুদ্ধে কোনও গোল করতে পারেনি মেক্সিকো, উল্টে গোল হজম করেছে ১১টি।

৮. ব্রাজিল শেষবার কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ১৯৯০ সালে।