অবসরে যাওয়ার আগে কান্না ভরা কন্ঠে মেসিকে যে অনুরোধ করলো ম্যাচেরানো!

গতকাল ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটিতে লিওনেল মেসি ছিলেন আশা-ভরসার প্রতীক। তাঁর দিকেই তাকিয়ে ছিল দল। হতাশায় মুষড়ে পড়েছে পুরো আর্জেন্টিনা দল। ফ্রান্সের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার কিছুক্ষণ পরেই জাতীয় দলকে বিদায় জানান হাভিয়ের মাচেরানো। উপলক্ষটা আরো ভালো হতে পারতো তার। তিনি নেই কিন্তু তার আশা মেসি এই দলটার সঙ্গে থেকে যাবেন।

মাচেরানো অবসরের কথা জানান ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায়। এরপরেই তিনি মেসিকে থেকে যাওয়ার অনুরোধ করে বলেন, ‘আমি আশা করবো মেসি এই দলটার সঙ্গেই থেকে যাবে এবং তাকে কিছুদিন একা থাকতে দিবে।’

খুব কষ্টকর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের চাপ নেওয়াটা। মাচেরানো বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের কোন ফুটবলারই এত পরিমাণ চাপ নিতে পারবে না যতটা সে নিয়ে থাকে। কিন্তু এখন মেসি শান্ত থাকা উচিৎ। তার পরিবারের সঙ্গে সময় কাটানো উচিৎ এবং খেলা চালিয়ে যাওয়া দরকার। কারণ, মেসি যেদিন খেলা বন্ধ করবে তখন আমরা বুঝবো কাকে মিস করতে যাচ্ছি আমরা।’