বিরতির আগেই স্পেনের বিপক্ষে সমতা আনল রাশিয়া

স্বপ্নের মতো প্রথম পর্ব পেরিয়ে নক আউট পর্বে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে লড়ছে রাশিয়া। প্রথমার্ধের খেলা শেষ। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে রাশিয়া ১-১ গোলের সমতায় স্বস্তি নিয়ে গেছে বিরতিতে। রোববার ১২ মিনিটেই শেষ ষোলর এই খেলায় আত্মঘাতী গোলে স্পেন ১-০ গোলের লিড নিয়েছিল। কিন্তু প্রথমার্ধের শেষটায় বক্সের মধ্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়ে যায় রুশরা। ২০১৮ বিশ্বকাপের স্বাগতিকরা স্পটকিক থেকে গোল করে সমতা এনে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বুকে রেখেই গেছে বিরতিতে।

বাংলাদেশ সময় রাত ৮টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শুরু হয়েছে নক আউটের এই ম্যাচটি। এই ম্যাচে কারভায়াল ও ইনেয়েস্তাকে একাদশে রাখেনি স্পেন। এই আসরে মহাতারকা হয়ে ওঠে দেনিস চেরিশেভকে রুশরা বেঞ্চে রেখে নেমেছে। ডিফেন্সে ৫ খেলোয়াড় নিয়ে খেলছে তারা।

ওই আক্রমণের প্রথম ফল একটি ফ্রি-কিক। আসেনসিও সেই ফ্রি-কিকটা খুব চমৎকারভাবে নিলেন পোস্টের লক্ষ্যে। ইগনাশেভিশ রাগবি স্টাইলে ট্যাকল করে রামোসকে ফেলে দিতে চাইলেন। বলটাকে সামলাতে গিয়ে সেটি ঢুকিয়ে দিলেন নিজেদেরই জালে। এবারের বিশ্বকাপে এটি রেকর্ড দশম আত্মঘাতী গোল।

ওই গোল খাওয়ার আগে ও পরে রুশরা সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি হচ্ছিল বারবার বাঁয়ে ইসকো ও ডানে আসেনসিওর কারণে। পাসের উপর নির্ভরশীল হয়ে খেলে চলছিল। চলছিল আক্রমণ। কিন্তু শেষ আঘাতটা হানা যাচ্ছিল না। এর মধ্যে রাশিয়ার একটি আক্রমণ স্প্যানিয়ার্ডদের ডিফেন্স নড়বড়ে করে সামান্য কাঁপিয়ে দিয়ে যায়। কিন্তু ৪১ মিনিটে গলোভিনের বাঁকানো শটটা জালে হাওয়া দিয়ে পাশ দিয়ে চলে যায়।

কিন্তু ৩৮ মিনিটে জেগে ওঠে মস্কোর স্টেডিয়াম। রাশিয়ার আক্রমণ। স্পেনের বক্সের মধ্যে বল তুলেছিলেন সামেদভ। ডিজিয়াবা গোলের জন্য হেড করলেন। কিন্তু সেটা গিয়ে লাফিয়ে ওঠা পিকের হাতে লাগল। রেফারি পেনাল্টি দিলেন হ্যান্ডবলের জন্য। স্পেনের প্রতিবাদে কিছুটা সময় কাটল। কিন্তু তারপর স্ট্রাইকার আরতেম ডিজিয়াবা স্পটকিক থেকে স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দি গিয়াকে হারিয়ে ১-১ এ সমতা এনে স্টেডিয়ামটাকে উৎসবমুখর করে দিলেন। সেকি উল্লাস! এই বিশ্বকাপে ডিজিয়াবার এটি তৃতীয় গোল।

স্পেন অবশ্য বিশ্বকাপ কিংবা ইউরো চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের বিপক্ষে আটবারের মুখোমুখি লড়াইয়ে কখনোই জিততে পারেনি। এমনকি দক্ষিণ কোরিয়ার কাছেও হেরেছিল। রাশানদের কাছে এটা তো অনেক বড় প্রেরণাই হতে পারে!

এই ম্যাচে স্প্যানিয়ার্ড বোচ ফার্নান্দো হিয়েরো গ্রুপপর্বে খেলা শেষ ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। নাচো ফিরে এসেছেন রাইট ব্যাকে, কারভায়ালের জায়গায়। কোকে ও আসেনসিও মাঝমাঠে ফিরে এসেছেন ইনিয়েস্তা ও আলকানতাতার জায়গায়। ওদিকে রাশিয়া এই ম্যাচে পুরানো ৫-৩-২ ফরম্যাটে ফিরে গেছে। রাশিয়ার একটি দৈনিকের এদিনের শিরোনাম ‘আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজ’।