​মালয়েশিয়ায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ২৬ জন গ্রেফতার

অবৈধভাবে মালয়েশিয়ার সাগরে মাছ ধরার অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার করেছে মেরিটাইম পুলিশ মালয়েশিয়া । আটককৃতরা সবাই ভিয়েতনামের নাগরিক।

কুয়ালা তেরেনগানু জেলা মেরিটাইম ৯(ডিএম৯) উপ-পরিচালক কমান্ডার সুফি মোহাম্মদ রামলি জানান , গত বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে একটার সময় তিনটি নৌকাতে করে মাছ ধরছিল ভিয়েতনামের নাগরিকরা ।

কুয়ালা তেরেনগানু সাগর ৪৯ থেকে ৫১ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিলো । আমাদের দেখে তারা পালাতে থাকলে আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের বয়স ১৮ থেকে ৫৫ বছর । আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে ধারা ১৫(১)১৯৮৫ অভিবাসন আইনের ১৯৫৯ / ৬৩ ধারা ৭ (১ গ্রেফতার দেখানো হয়েছে ।