ফুটওয়্যার রপ্তানিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক কর্মশালায় দেশটির ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের মানুষের চাহিদা পূরণ করে বিভিন্ন দেশে ফুটওয়্যার পণ্য রপ্তানিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের দেশের তৈরি ফুটওয়্যার পণ্য বিশ্বমানের। এ সময় বেলজিয়ামের ব্যবসায়ীদেরও বাংলাদেশের ফুটওয়্যার পণ্য আমদানির আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) উদ্যোগে আয়োজিত বাংলাদেশের তৈরি পোশাক ও ফুটওয়্যারের ওপর একটি বিশেষ কর্মশালায় এ আহ্বান জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মন্ত্রী বলেন, আমাদের দক্ষ জনশক্তি রয়েছে। ফলে তৈরি পোশাকের মতো কম মূল্যে উন্নতমানের ফুটওয়্যার পণ্য তৈরি ও রপ্তানি করতে সক্ষম আমরা। এসব কারণে দেশে বিশ্বমানের ফুটওয়্যার কারখানা গড়ে উঠছে এবং এসব খাতে বিদেশি বিনিয়োগকারীরাও এগিয়ে আসছেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। ২০২৭ সাল থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে প্রবেশ করব আমরা। বাংলাদেশ রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি এবং নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর সহায়তা দরকার আমাদের।