কাভানির গোলে প্রথমার্ধ শেষে এগিয়ে উরুগুয়ে

রাশিয়া বিশ্বকাপে শনিবার থেকে শুরু হয়েছে শেষ ষোলোর লড়াই। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে উরুগুয়ে ও পর্তুগাল। এডিনসন কাভানির করা গোলে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে উরুগুয়ে।

সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে উরুগুয়ে ও পর্তুগাল ম্যাচটি। ম্যাচের ৭ মিনিটেই কাভানির গোলে এগিয়ে যায় উরুগুয়ে। গোলের মূল উৎসও ছিলেন এই পিএসজি তারকা। ডানপ্রান্ত থেকে দুর্দান্তভাবে প্রান্ত বদল করে সুয়ারেজকে দিয়েছিলেন কাভানি। সেখান থেকে বার্সা তারকা ক্রসে হেডে বল জালে জড়িয়ে দেন কাভানি।

প্রথমার্ধে সুয়ারেজ একবারই মাত্র সফল পাস দিতে পেরেছেন কাভানিকে। যেটিকেই গোলে পরিণত করেছেন পিএসজি তারকা। দেশের হয়ে ৪৪তম গোলে করলেন কাভানি। যার ১২টি করেছেন তিনি সুয়ারেজের এসিস্ট থেকে।

‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছিল উরুগুয়ে। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে আসে পর্তুগাল। এ ম্যাচে যারা জয় পাবে তারা ফ্রান্সের মুখোমুখি হবে কোয়ার্টারে।