সাজিদ হাসান সোহাগ,চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গো পৌরসভার বকেয়া পৌর হোল্ডিং কর আদায়ে দুদিনব্যাপী মালামাল ক্রোক অভিযান শেষ হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শুরু হয়ে বৃহ¯পতিবার এ অভিযান শেষ হয়।
পৌরভবন থেকে চারটি গাড়ি নিয়ে পৌরপরিষদ সদস্য ও পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৯ নম্বর ওয়ারর্ডের সিনেমা হল পাড়া, ১ নম্বর ওয়ারর্ডের কেদারগঞ্জ বাজার এবং ৩ নম্বর ওয়ার্ডের সাদেক আলী মল্লিক পাড়ায় বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অনেক গ্রাহক বকেয়া হোল্ডিং ট্যাক্সের টাকা পরিশোধ করেন। দুদিনে বকেয়া প্রায় ৫ লাখ টাকা আদায় হয়েছে বলে জানিয়েছে পৌরসভা।
এসময় পৌর প্যানেল মেয়র একরামুল হক জানান, পৌর এলাকার উন্নয়নে দাতা সংস্থার পরামর্শে ৮৫ শতাংশ কর আদায় করার শর্ত দিয়েছে। ইতিমধ্যে গ্রাহকদের সহযোগিতায় ৮০ ভাগ বকেয়া টাকা আদায় সম্ভব হয়েছে। আশা করছি দাতা সংস্থার চাহিদা পূরণ করা সম্ভব হবে।