গোল! গোল!! গোল!! এই মাত্র আরো একটি গোল করলেন আর্জেন্ট্রিনা!

ম্যাচের শুরুতেই ১-০তে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে প্রথমার্ধের শেষ দিকে, ম্যাচের ৪১ মিনিটে ডি মারিয়ার অবিশ্বাস্য গোলে ১-১ এর সমতায় ফিরে তারা। এর পর ম্যাচের ৪৮ মিনিটে অবিশ্বাস্য গোলে ১-২ গোলে এগিয়ে আছে আর্জেন্ট্রিনা।

শনিবার ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যেত পারত ফ্রান্স। কিন্তু ফ্রি কিক থেকে আতোয়াঁ গ্রিজমানের নেওয়া শট ক্রসবারে লেকে ব্যর্থ হয়। ম্যাচের ১১ মিনিটে বল নিয়ে বিপজ্জনক ভাবে আর্জেন্টিনার ডি-বক্সে ঢুকে যান কিলিয়ান এমবাপে। কিন্তু ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বাধা দেন মার্কোস রহো। ট্যাকেলের শিকার হয়ে পড়ে যন এমবাপে। ফাউলের বাঁশি বাজান রেফারি। ফলে পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। আর স্পটকিক থেকে গোল করতে মোটেও ভুল করেননি আতোয়াঁ গ্রিজমান। ম্যাচের ১৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

ম্যাচের ২১তম মিনিটে আবার ফি কিক পায় ফ্রান্স। দ্রুত গতিতে ডি-বক্সে ঢুকতে যাওয়া এমবাপেকে থামাতে গিয়ে ফাউল করেন নিকোলাস ত্যাগলিয়াফিকো। দেখেন হলুদ কার্ডও। কিন্তু পল পগবার শটটি বারের অনেক উপর দিয়ে চলে যায়।

তবে গোল খেয়ে খেলায় ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। গোছানো আক্রমণে ফেরে তারাও। যদিও এখনো খোলস ছেড়ে বের হননি মেসি। কিন্তু ম্যাচের ৪১ মিনিটে ৩০.২ গজ দূর থেকে দারুণ এক গোল করেন ডি মারিয়া। চলতি বিশ্বকাপে যা সবচেয়ে বেশি দূরত্ব থেকে করা গোল।