ব্রেকিং নিউজঃ হিগুয়াইন বাদ! দিবালাকে দলে নিয়ে যে একাদশ ঘোষনা করলো মেসি? এক নজরের দেখে নিন

আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের নক-আউট পর্ব। আর প্রথম ম্যাচেই মাঠে নামছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং এক বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটি শুরু হবে আজ রাত ৮ টায়।শুক্র বার অনুশীলনে আলবিসিলেস্তেদের কোচ হোর্হে সাম্পাওলি একাদশ নির্বাচনের জন্য ১২ জন খেলোয়াড়কে বিশেষ অনুশীলন করান।

নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশের সঙ্গে এদিন যুক্ত হয়েছেন ক্রিস্তিয়ান পাভন এবং দিবালা। ধারণা করা হচ্ছে ফরাসিদের বিপক্ষে মূল একাদশেই থাকবেন তরুণ এই উইঙ্গার।

আক্রমণভাগের ডানপাশে পাভনকে অথবা জায়গা ছেড়ে দিয়ে ফলস নাইন পজিশনে মেসি খেলবেন। আর তাই যদি হয় তবে একাদশে নিজের জায়গা হারাবেন নম্বর নাইন পজিশনে খেলা অভিজ্ঞ স্ট্রাইকার গনজালো গিগুয়াইন।

অনুশীলনের ১২ খেলোয়াড়:আরমানি, তাগলিয়াফিকো, রোহো, ওতামেন্দি, মারকাদো, বানেগা, মাসচেরানো, পেরেজ, ডি মারিয়া, পাভন,দিবালা ও মেসি।

এই মুহুর্তে অন্যরা যা পরছেনঃওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং বোলিং দুই বিভাগেই উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচটি ভালোই সেরেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ব্যাটিং বোলিং দুই বিভাগেই চমৎকার করেছে সাকিব, তামিম মাহমুদউল্লাহ, শফিউল,রুবেলরা। বাংলাদেশের দেওয়ার ৪০৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে হারিয়ে ৩১০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। আর এরই ফলে এই ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছে।

গতকাল ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে হারিয়ে ৪০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। যার মধ্যে তামিম-মাহমুদউল্লাহ সেঞ্চুরিসহ হাফ সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান।

প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনে প্রথমে বোলিং বোলিং করে বাংলাদেশ দল। ৫৫ রানের মধ্যে তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ, রুবেল হোসেন এবং কামরুল ইসলাম রাব্বি একটি এবং শফিউল ইসলাম, আবু জাহেদ দুইটি উইকেট লাভ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল। ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে দেয় ওয়েস্টইন্ডিজ। লিটন কুমার ২ ,মোমিনুল হক ৭ এবং নাজমুল হাসান শান্ত ৪ রান করে অাউট হন।

এরপর ব্যাটিং এসে তামিম ইকবাল কে সাথে নিয়ে চাপ সামাল দেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে ওয়ানডে স্টাইলে তুলে নেন অর্ধশতক। তামিম ইকবাল কে সাথে নিয়ে দলীয় ১০০ রান পার করেন সাকিব। লাঞ্চ বিরতির থেকে ফিরে এসে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। দলীয় ১১২ রানের মাথায় সাকিব ৬৭ রান করে অাউট হন।

এরপরে মাহমুদুল্লাহ কে সাথে নিয়ে দলের হাল ধরেন তামিম। ১২৫ রান করে স্বেচ্ছায় অবসরে যান তামিম ইকবাল। এরপরের গল্পটা শুধু রিয়াদের। তামিমের পর সেঞ্চুরি তুলে স্বেচ্ছায় অবসরে যান মাহমুদুল্লাহ রিয়াদ ও। রিয়াদ ১০১ রান করেন। মেহেদী হাসান ২৮ রানে ক্যাচ আউট হলেও ৪২ রান করে অপরাজিত আছেন ইমরুল কায়েস।

ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ : শামড়া ব্রুকস (ক্যাপ্টেন), জন ক্যাম্পবেল, ট্যাগেনরন চন্দরপল, জহর হ্যামিলটন, শিমরান হ্যাটমিয়ার, আলজেরিয়ার জোসেফ, কিউন হার্ডিং, শায়েন মোসলে, গুডকশ মতি, রোমারিও শেফার্ড, ভিসল সিং, ওডিন স্মিথ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।