বিয়ে করতে জিততে হবে গেম!

বাবা-মায়ের একমাত্র ছেলে সজল খুব শান্ত ও বিনয়ী। বাবা-মার কথা মতো বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে অনতিকে পছন্দ করে। বিয়ের কথা পাকাপাকি হওয়ার আগে অনতির ইচ্ছে মতো নিজেকে সাহসী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন সজল। তাকে ব্যতিক্রমী সব কাজ করতে বলে অনতি। এসব করতে পারলেই অনতি বিয়ে করবে সজলকে।

গেমের প্রতিটি ধাপে সজলকে নানা ঝামেলায় ফেলতে থাকেন অনতি। যেমন নীচে ঘুমানো, তার প্রসাধনীর জিনিসপত্র নিয়ে পেছনে পেছনে ঘোরা, হাত দিয়ে মুখে তুলে খাবার খাওয়ানো, রোদে ছাতা নিয়ে পেছনে থাকা ছাড়াও নানা ঘটনার জন্য সজল বিরক্ত হয়ে যায়। কিন্তু সে জিততেই চায়। এক পর্যায়ে ঘটে লোমহর্ষক ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘গেমারু’।

মিজানুর রহমান বেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাহেল সুমন। নাটকটির সজল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। অনতি চরিত্রে দেখা যাবে নাদিয়া খানমকে। এছাড়াও এতে অভিনয় করেছেন শবনম পারভীন, খলিলুর রহমান কাদেরী, খায়রুল আলম টিপু, স্বপ্না শেখ প্রমুখ।

আজ শনিবার রাত আটটায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।